Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্যে চাকরি করে কোটি টাকার অবৈধ সম্পদ, মামলায় ৩ বছরের জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৪ ২৩:১৯

রংপুর: রংপুরে দুর্নীতি করে কোটি টাকারও বেশি সম্পদ অর্জনের মামলায় রংপুর জেলা পরিবার পরিকল্পনা অফিসের স্টোর কিপার হামিদুর রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আগামী দুই মাসের মধ্যে জরিমানার প্রায় সাড়ে ৭ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সোমবার (১৮ মার্চ) বিকেলে স্পেশাল জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় দেন। আসামি পলাতক থাকায় এ সময় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত হামিদুর রহমান নওগাঁর সদর উপজেলার কেশবপুর গ্রামের নজিবর রহমান মণ্ডলের ছেলে। তিনি চাকরির কারণে রংপুর নগরীর গুড়াতিপাড়া এলাকায় বসবাস করতেন।

দুদকের পক্ষে মামলা পরিচালনাকারী স্পেশাল প্রসিকিউটর হারুন উর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হামিদুর রহমান মণ্ডল রংপুর জেলা পরিবার পরিকল্পনা অফিসের স্টোর কিপার হিসেবে কর্মরত থাকাকালে অবৈধভাবে নিজের ও স্ত্রীর নামে রংপুর নগরীতে তিন তলা আলিশান বাড়ি, বেশ কয়েকটি প্লট এবং নওগাঁয় বিপুল পরিমাণ আবাদি জমিসহ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জন করেছেন।

এ ঘটনায় রংপুর দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে ২০১১ সালের ২৭ জুলাই দুদক আইনে মামলা করেন। পরে তার নামে আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামি হামিদুর রহমান মণ্ডলকে দোষী সাব্যস্ত করে সোমবার কারাদণ্ড এবং জরিমানার আদেশ দেন আদালত।

আইনজীবী হারুন উর রশীদ বলেন, ‘আসামি হাজিরা দিতে আদালতে এসেছিলেন। তবে রায় ঘোষণার আগে পালিয়ে গেছেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

জেল স্টোর কিপার স্বাস্থ্য

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর