Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আউটসোর্সিং বাতিল করে প্রাণিসম্পদ অধিদফতরের অধীনে নিয়োগ দাবি

শেকৃবি করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৪ ২৩:১০

সোমবার প্রাণিসম্পদ অধিদফতর কার্যালয়ের সামনে এলইও এবং এলএফওরা মানববন্ধন করেন। ছবি: সারাবাংলা

প্রাণিসম্পদ অধিদফতরে আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগ বাতিল করে সরাসরি প্রাণিসম্পদ অধিদফতরের অধীনে নিয়োগের দাবিতে মানবন্ধন করেছেন আউটসোর্সিং প্রকল্পের অধীনে নিয়োগপ্রাপ্ত প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলইও) ও প্রাণিসম্পদ মাঠ সহকারীরা (এলএফও)।

সোমবার (১৮ মার্চ) রাজধানীর প্রাণিসম্পদ অধিদফতর কার্যালয়ের সামনে তারা মানববন্ধন করেন। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ও প্রাণিসম্পদ মাঠ সহকারীরা তাদের চাকরি স্থায়ীকরণ ও বর্তমান আউটসোর্সিং নিয়োগে বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন।

বিজ্ঞাপন

মানবন্ধনে বক্তারা বলেন, দুটি প্রাইভেট কোম্পানি পাথমার্ক ও কৃষ্ণা সিকিউরিটিজের অধীনে প্রাণিসম্পদ অধিদফতর ২০১৯ সালের ১১ নভেম্বর থেকে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে ৪৬৬টি শূন্য পদে (৯ম গ্রেড) ও প্রাণিসম্পদ মাঠ সহকারী হিসেবে ৯৩০টি শূন্য পদের বিপরীতে (১৪তম গ্রেড) নিয়োগ দিতে শুরু করে। নিয়োগপ্রাপ্তদের অভিযোগ, নিয়োগ নীতিমালায় সরকারি সব সুযোগ দেওয়ার কথা থাকলেও নিয়োগের চার বছর পরও তারা কোনো সুযোগ-সুবিধা পাচ্ছেন না।

এ পরিস্থিতিতে মানববন্ধন থেকে পাঁচটি দাবি তুলে ধরেন এলইওরা। দাবিগুলো হলো— আউটসোর্সিং বাতিল করে সরাসরি প্রাণিসম্পদ অধিদফতরের অধীনে নিয়োগ দিতে হবে; টাইমশিট ও পারফরম্যান্স ওডিকের নামে এলইওদের হেয় করা যাবে না; প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে প্রাপ্য বেতন, বিধি অনুযায়ী উৎসব ভাতা ও টিএ-ডিএ প্রদান দিতে হবে; মাসিক বেতন ন্যূনতম ৮০ হাজার টাকা এবং নিত্যপণ্যের মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বার্ষিক ইনক্রিমেন্ট দিতে হবে; নারী কর্মীদের জন্য ছয় মাস মাতৃত্বকালীন ছুটি বাস্তবায়ন করতে হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া এলএফএফএস প্রশিক্ষণসহ অন্যান্য ট্রেনিংয়ে এলইওদের নির্দিষ্ট সেশন বরাদ্দ ও ফোকাল পারসন হিসেবে সম্মানি দেওয়া ছাড়াও এলএফওরা আরও সাতটি দাবি উত্থাপন করেন।

প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পরিষদের সভাপতি ডা রতন রহমান বলেন, আউটসোর্সিংয়ে নিয়োগের সময় আমাদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু আমরা কিছুই পাইনি। এখন পর্যন্ত আমরা জানুয়ারি মাসের বেতন পাইনি। দেশের সব চাকরিক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস হলেও আমাদের ক্ষেত্রে মাত্র ১০৫ দিন। আমাদের সবসময় কাজের জন্য মাঠপর্যায়ে যেতে হয়। কিন্তু কোনো টিএ-ডিএ দেওয়া হয় না। এসব নিয়ে আমরা বারবার স্মারকলিপি দিয়েছি। আমাদের বারবার আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু কোনো দাবি বাস্তবায়ন করা হয়নি।

সারাবাংলা/টিআর

প্রাণিসম্পদ অধিদফতর প্রাণিসম্পদ মাঠ সহকারী প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর