সৌম্যর কনকাশন বিশ্বাস হয়নি শ্রীলংকার!
১৮ মার্চ ২০২৪ ২১:২৬ | আপডেট: ১৯ মার্চ ২০২৪ ০২:০৫
সিরিজ নির্ধারণি ম্যাচের প্রথম ভাগের একদম শেষদিকে হঠাৎ চোট পেয়েছিলেন সৌম্য সরকার। শ্রীলংকার ব্যাটিংয়ের সময় শেষ ২ ওভারে মাঠে দেখা যায়নি তাকে। বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামে, তখন জানা যায় ঘাড়ে আঘাত পাওয়ায় তার কনকাশন সাব হিসেবে ওপেনিংয়ে নামছেন তানজিদ তামিম। শুরুতেই এ নিয়ে খানিকটা অবাক হয়েছিল শ্রীলংকান ক্রিকেটাররা, আম্পায়ারকেও করেছেন প্রশ্ন। ম্যাচ শেষে লংকান সহকারী কোচ নাভিদ নেওয়াজ বলছেন, সৌম্যর কনকাশন বদলি হিসেবে তামিমের নামাটা বিশ্বাসই হয়নি তাদের!
৪৯ ওভারের শেষ বলে বাউন্ডারি ঠেকাতে গিয়ে হাঁটুতে চোট পান সৌম্য। এরপর মাঠ ছাড়তে হয় তাকে। পরে ব্যাটিংয়েও আর নামেননি সৌম্য। দলের পক্ষ থেকে জানানো হয়, ঘাড়েও ব্যথা পেয়েছেন তিনি। আর তাই তার কনকাশন সাব হিসেবে ওপেনিংয়ে নামেন তামিম। ৮১ বলে ৮৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন তামিমই।
সৌম্যর এমন কনকাশন বদলি রীতিমত বিস্মিত করেছে শ্রীলংকাকে, জানালেন নেওয়াজ, ‘আমরা সৌম্যর বদলি দেখে বিস্মিত হয়েছি। আমরা ফুটেজ দেখেছিলাম। ডাইভ দেওয়ার পর মনে হয়েছে সে হাঁটুতে ব্যাথা পেয়েছে। মাথায় চোট লাগার মতো কিছু দেখিনি।’
অবাক হলেও শেষ পর্যন্ত সৌম্যর ব্যাপারে দেওয়া ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছে শ্রীলংকা, বলছেন নেওয়াজ, ‘আমাদের অবশ্যই ম্যাচ অফিশিয়ালদের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। আইসিসির কোড অফ কন্ডাক্ট মানতে হবে। আমি নিশ্চিত যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেটা নিয়মের মাঝেই ছিল।’
সিরিজ জয়ের পর ট্রফি নিয়ে উদযাপনের সময় ছিলেন না সৌম্য। পরে অবশ্য ট্রফি হাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিতে দেখা গিয়েছে তাকে।
বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি।
সারাবাংলা/এফএম