ছাত্রলীগের এক বছরের কমিটি ভাঙছে ৯ বছর পর!
১৮ মার্চ ২০২৪ ২০:৫৪ | আপডেট: ১৮ মার্চ ২০২৪ ২২:২১
রাঙ্গামাটি: এক বছরের জন্য গঠিত রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের কমিটি অবশেষে ৯ বছরে এসে ভাঙছে। এক জরুরি সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ২৯ এপ্রিল বার্ষিক সম্মেলন করবে জেলা ছাত্রলীগ। সেই সম্মেলন থেকেই রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ নতুন কমিটি পাবে।
এর আগে ২০১৫ সালের ২ জুন রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখা ছাত্রলীগের সর্বশেষ বার্ষিক সম্মেলন হয়েছিল। পরদিন ৩ জুন জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর আব্দুল জব্বার সুজনকে সভাপতি ও প্রকাশ চাকমাকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল এক বছরের জন্য।
সোমবার (১৮ মার্চ) দুপুরে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ওই জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা।
জরুরি সভায় জেলা কমিটি ভাঙার আগে রাঙ্গামাটি সরকারি কলেজ শাখা, পৌর শাখাসহ মেয়াদোত্তীর্ণ উপজেলা কমিটিগুলো নতুন করে গঠনের দাবি তোলেন নেতাকর্মীরা। তবে এসব বিষয়ে সভায় কোনো সিদ্ধান্ত হয়নি।
জেলা ছাত্রলীগের সোমবারের জরুরি সভার আগে রোববার দুপুরে জেলা ছাত্রলীগের শীর্ষ নেতাদের সঙ্গে জেলা আওয়ামী লীগ সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার তার চম্পকনগরের বাসভবনে বৈঠক করেন। মূলত ওই বৈঠকেই সিদ্ধান্ত আসে, জেলা ছাত্রলীগের ৯ বছর হয়ে যাওয়া কমিটি ভেঙে দেওয়া হবে। এরপর সোমবারের জরুরি সভা থেকে সম্মেলনের দিন নির্ধারণ করা হয়।
জেলা ছাত্রলীগের নেতারা বলছেন, জেলা কমিটির অধীনে থাকা ইউনিটগুলোর একটিরও মেয়াদ নেই। রাঙ্গামাটির জেলা কমিটির অধীনে ১০টি উপজেলা, রাঙ্গামাটি সরকারি কলেজ ও পৌর কমিটি রয়েছে। এগুলোর কোনোটিরই মেয়াদ নেই। তার পর কলেজ কমিটি দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয়।
২০১৫ সালের ৩ জুন ঘোষিত আংশিক কমিটিতে সাইফুল আলম রাশেদকে সিনিয়র সহসভাপতি, এম এন কাউসার রুমিকে সহসভাপতি, রুবেল চৌধুরীকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. সালাউদ্দিন টিপুকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
গঠনতন্ত্র অনুযায়ী জেলা কমিটির মেয়াদ এক বছর হলেও কমিটির ঘোষণার আড়াই বছর ২০১৮ সালের ১১ জানুয়ারি ১৫১ সদস্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। অর্থাৎ মেয়াদ শেষের দেড় বছর পর করা হয় পূর্ণাঙ্গ কমিটি।
জেলা ছাত্রলীগের কমিটি ভেঙে নতুন কমিটি করার বিষয়ে সোমবা রাতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা সারাবাংলাকে বলেন, ‘আজকের (সোমবার) জরুরি সভা থেকে আগামী ২৯ এপ্রিল জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের দিন নির্ধারণ করা হয়েছে। উপজেলা কমিটিসহ অন্যান্য ইউনিট কমিটি নিয়ে সভায় আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের লক্ষ্য সফলভাবে জেলা সম্মেলন করা।’
প্রকাশ চাকমা আরও বলেন, আমার দীর্ঘ ২২ বছরের ছাত্র রাজনীতির ক্যারিয়ার। সুন্দরভাবে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারলেই আমাদের রাজনীতির এক ধরনের সফলতা এবং একই সঙ্গে দীর্ঘদিনের দায়মুক্তিও ঘটবে।
এদিকে সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিও দিয়েছে জেলা ছাত্রলীগ। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বাড়াতে কমিটি গঠনের উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্রলীগ, রাঙ্গামাটি জেলা শাখার বার্ষিক সম্মেলন আগামী ২৯ এপ্রিল (সোমবার) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সারাবাংলা/টিআর
ছাত্রলীগের কমিটি ছাত্রলীগের সম্মেলন জেলা ছাত্রলীগ টপ নিউজ রাঙ্গামাটি