Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে ৪ কোটি টাকার সোনাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৪ ১৯:২৯

যশোর: যশোরে ৩২ পিস সোনার বারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ মার্চ) দুপুরে উপশহর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুইজন হলেন- যশোর শার্শা উপজেলার শহিদুল ও সুমন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, রমজান উপলক্ষে নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনা করেছে জেলা পুলিশ। দুপুরে উপশহর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্টে গাড়ি তল্লাশিকালে পুলিশ সদস্যরা ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার তল্লাশি চালায়।

এসময় জিজ্ঞাসাবাদে দুই আরোহী শহিদুল ও সুমন গাড়িতে বিশেষ কায়দায় লুকানো সোনার তথ্য দেয়। পরে স্থানীয়দের উপস্থিতে ৩২ পিস সোনার বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত সোনার ওজন তিন কেজি ৩৫৬ গ্রাম, যার মূল্য প্রায় ৪ কোটি টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ যশোর সোনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর