মার্চের ১৫ দিনে দেশে এলো ১০২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স
১৮ মার্চ ২০২৪ ১৮:৩২ | আপডেট: ১৮ মার্চ ২০২৪ ১৯:৩৬
ঢাকা: রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। চলতি মার্চের প্রথম ১৫ দিনে প্রবাসীরা ১০১ কোটি ৮৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১১০ টাকা ধরে) যার পরিমাণ ১১ হাজার ২০৮ কোটি টাকা।
প্রতি বছরই রমজান মাসে অন্যান্য সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। রমজানের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে গতি বেড়েছে। সোমবার (১৮ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১২ কোটি ৮২ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এক কোটি ৫৫ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৮৭ কোটি ২০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
মার্চের প্রথম ১৫ দিনে দৈনিক হিসাবে গড়ে প্রায় ৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। ঈদ কেন্দ্র করে মার্চের শেষ ১৫ দিনে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত জানুয়ারিতে প্রবাসীরা দেশে ২০১ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। এর পরের মাস ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৬ কোটি মার্কিন ডলার।
সারাবাংলা/জিএস/আইই