পিরোজপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
১৮ মার্চ ২০২৪ ১৭:২৫ | আপডেট: ১৮ মার্চ ২০২৪ ১৯:২৬
পিরোজপুর: জেলার সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
সোমবার (১৮ মার্চ) সকালে সদর উপজেলার পাড়েরহাট সড়কের মল্লিকবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা মমতাজিয়া দাখিল মাদরাসার শিক্ষক ও ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বানাই গ্রামের মো. মাসুম বিল্লাহ (৫৫) ও ইন্দুরকানি উপজেলার উমেদপুর গ্রামের আবদুল মালেক আকনের ছেলে মো. হাসিব আকন (১৮) ও বাইনখালী গ্রামের নুরুল ইসলাম (৬০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুর থেকে একটি মোটরসাইকেল পাড়েরহাটের দিকে যাচ্ছিল। অন্যটি ইন্দুরকানী থেকে পিরোজপুরে আসছিল। পথে মল্লিকবাড়ি এলাকায় এক পথচারীকে সাইড দিতে গিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। পরে আরও একজনের মৃত্যু হয়।
পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. স্বাগত হালদার বলেন, ‘দু’জনকে মৃত অবস্থায় এবং গুরুতর আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে গুরুতর আহত নুরুল ইসলাম ও আরিফকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হলে পথে নুরুল ইসলাম মারা যান।’
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুজ্জমান জানান, ঘটনার পর পরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/পিটিএম