হারানো মোবাইল ফিরে পেলেন রাঙ্গামাটির ২৭৪ জন
১৮ মার্চ ২০২৪ ১৪:৫২ | আপডেট: ১৮ মার্চ ২০২৪ ১৪:৫৪
রাঙ্গামাটি: জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ২৭৪টি মোবাইল ফিরে পেয়েছেন প্রকৃত মালিকরা। চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ৩২টিসহ মোট ২৭৪টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৮ মার্চ) সকালে জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয় সম্মেলনে কক্ষে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ মোবাইলগুলো হস্তান্তর করেন। দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে।
এসপি অফিস জানায়, সাইবার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে পুলিশ সুপারের ঐকান্তিক প্রচেষ্ঠায় গঠিত জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল সাইবার অপরাধ প্রতিরোধ, ক্লু লেস মামলা ডিটেকশনের পাশাপাশি অদ্যবধি ২৭৪টি হারানো মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫৫ লাখ টাকা। মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ এসআই মাসুদ রানাসহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/ইআ