Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ সার্ভিসে যুক্ত হবে ঢাকায় চলাচল করা বিআরটিসি’র ৫৫০ বাস

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৪ ১৪:১৫

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী শহর ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহন করবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি)। সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছেন, এবার ঈদযাত্রায় যাত্রী পরিবহনে ৫৫০টি বাস থাকবে। এরমধ্যে রাজধানী ঢাকায় চলবে ৫০টি বাস। দূরপাল্লার বাসগুলোর পাশাপাশি এই বাসগুলো সার্ভিস দিবে।

সোমবার (১৮ মার্চ) সকালে মতিঝিল বিআরটিসি ভবনে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান সংস্থাটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা গত সপ্তাহে ঈদে উপলক্ষে মিটিং করেছি। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ঢাকা শহরে আমাদের ৬০০টি বাস আছে। এখান থেকে ঢাকা শহরের জন্য ৫০টি বাস রেখে বাকি ৫৫০টি বাস ঈদ সার্ভিসে যুক্ত করা হবে। এছাড়া আমাদের বাকি দূরপাল্লার বাসগুলো নিয়মিত চলবে। এবার ঈদের ছুটি লম্বা হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ঈদ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা পত্রিকায় গণ বিজ্ঞপ্তি আকারে কয়েকদিনের মধ্যেই দিয়ে দিবো।’

তাজুল ইসলাম বলেন, আমাদের বহরের গাড়িগুলোর মাত্র ৩৪টি গাড়ি লিজে আছে। আমরা আর গাড়ি লিজে চালাবো না। এটি শূণ্যের কোটায় নামিয়ে আনা হবে।’

তিনি বলেন, ‘২০২০ সালে ১ হাজার ৮২৫টি বাসের মধ্যে ৮৮৫টি বাস অন রুট ছিলো; ২০২১ সালে ১ হাজার ৭৬২টি বাসের মধ্যে ১ হাজার ১০৬টি বাস অন রুট ছিলো, ২০২২ সালে ১ হাজার ৩৫০টি বাসের মধ্যে ১ হাজার ২৩৩টি বাস অন রুটে ছিলো এবং ২০২৩ সালে ১ হাজার ৩৫০টি বাসের মধ্যে ১ হাজার ২৫৩টি বাস অন রুটে ছিলো।’

বিআরটিসির চেয়ারম্যান আরও বলেন, আমরা সব সময়ই ঈদের সময় এমন সার্ভিস দিয়ে থাকি। সাধারণত ঢাকাতে গাড়ির প্রয়োজন হয় না। সে কারণে আমরা ঢাকায় চলাচল করা ৬০০টি গাড়ি ঈদের সময় বিশেষ সার্ভিস দেবো। বিশেষ করে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এবার সাড়ে ৫০০ গাড়ি ঈদে চলবে। এরমধ্যে ৫০টি গাড়ি ঢাকার জন্য রাখা হবে। বাকিগুলো বাইরে চলাচল করবে। কোন রুটে কখন কয়টা গাড়ি চলবে সেগুলো আমরা বৈঠক করে প্ল্যান করবো।’

সারাবাংলা/জেআর/এমও

৫৫০ বাস ঈদ সার্ভিস টপ নিউজ বিআরটিসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর