টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে তিন পরিবর্তন
১৮ মার্চ ২০২৪ ০৯:৩২ | আপডেট: ১৮ মার্চ ২০২৪ ১২:০৮
সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছিল বাংলাদেশ। পরের ম্যাচে অবশ্য দাপুটে জয়ে সিরিজে সমতায় ফিরেছে শ্রীলংকা।সিরিজে ১-১ এ সমতা থাকায় আজ চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে যেন অলিখিত ফাইনাল। সিরিজ নির্ধারণি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লংকান অধিনায়ক কুশল মেন্ডিস। এই নিয়ে টানা তিন ম্যাচেই টসে জিতলেন মেন্ডিস।
দুই দলেই রয়েছে ইনজুরির ধাক্কা। বাংলাদেশ একাদশে এসেছে বেশ কিছু পরিবর্তন। ইনজুরির কারণে ছিটকে যাওয়া তানজিম সাকিবের পরিবর্তে একাদশে ফিরেছেন মোস্তাফিজ। লিটনের জায়গায় সৌম্যর সাথে ওপেনিংয়ে দেখা যাবে এনামুল হক বিজয়কে। প্রথম দুই ম্যাচে বর্ণহীন তাইজুলের পরিবর্তে একাদশে এসেছেন স্পিনার রিশাদ হোসেন।
শ্রীলংকার একাদশে আছে একটি পরিবর্তন। ইনজুরির কারণে দেশে ফেরা পেসার দিলশান মাদুশংকার বদলে দলে ঢুকেছেন স্পিনার মাহেশ থিকসানা।
বাংলাদেশ একাদশ– সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন।
বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি।
সারাবাংলা/এফএম