নাঙ্গলকোটে ট্রেন লাইনচ্যুত: ৫ সদস্যের তদন্ত কমিটি
১৭ মার্চ ২০২৪ ২১:১২ | আপডেট: ১৮ মার্চ ২০২৪ ০৯:৪৪
ঢাকা: ঢাকা-চট্টগ্রাম রেলপথে কুমিল্লার নাঙ্গলকোট তেজের বাজার এলাকায় ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল বিভাগীয় পরিবহণ কর্মকর্তা আনিসুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রোববার (১৭ মার্চ) নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকাগামী অনেক ট্রেন বিভিন্ন স্টেশনে ও মাঝপথে আটকে পড়ে।
নাঙ্গলকোটের দুর্ঘটনা তদন্তে কমিটি গঠনের তথ্য জানিয়ে রোববার সন্ধ্যায় বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (চট্টগ্রাম) মো. সাইফুল ইসলাম বলেন, আনিসুর রহমানকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন— চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী-১ মো. আবদুল হানিফ, সংকেত ও টেলিযোগাযোগ কর্মকর্তা জাহেদ আরেফীন পাটোয়ারী, চট্টগ্রাম বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) সাজিদ হাসান এবং বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ ও ওয়াগন) সজীব হাসনাত।
আরও পড়ুন- ট্রেন লাইনচ্যুতিতে বিচ্ছিন্ন ঢাকা, চালু হতে লাগবে আরও ৬ ঘণ্টা
সাইফুল ইসলাম বলেন, রেললাইন বেঁকে যাওয়ার তথ্য আমরা পেয়েছি। প্রকৃতপক্ষে কী ঘটেছে তা তদন্ত কমিটি খুঁজে বের করবে।
এর আগে রোববার দুপুর পৌনে ২টার দিকে বিজয় এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনা ঘটে। এ সময় ৯টি বগি ছিটকে পড়ে। ওই ঘটনায় কোনো যাত্রী নিহত না হলেও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুন- গরমে বেঁকে গেছে রেললাইন, ট্রেনের ৯ বগি লাইনচ্যুত
রেলওয়ের কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বলেন, হঠাৎ গরমের কারণে লাইন বেঁকে গিয়ে এমন দুর্ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।
এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ১০টিরও বেশি ট্রেন আটকে পড়েছে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা।
সারাবাংলা/টিআর
টপ নিউজ তদন্ত কমিটি নাঙ্গলকোটে বগি লাইনচ্যুত রেল দুর্ঘটনা রেলওয়ে