Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবকিছু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে তদন্ত হবে: জবি উপাচার্য

জবি করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৪ ২১:১১ | আপডেট: ১৮ মার্চ ২০২৪ ০০:৪৫

ফাইরুজ অবন্তিকার মৃত্যুর ঘটনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাদেক হালিম। ছবি: সারাবাংলা

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকা আত্মহত্যার তদন্ত নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, সবকিছু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে তদন্ত করা হবে। তড়িঘড়ি করা যাবে না। তড়িঘড়ি করলে তদন্তে দুর্বলতা থাকতে পারে।

রোববার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ‘শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা’র আয়োজন শেষে ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

উপাচার্য বলেন, ‘এখানে এই বিশ্ববিদ্যালয়ে যে আইন আছে, সেই আইন মোতাবেক কাজ করতে হয়। অনেকেই হয়তো এটা বাইরে থেকে বুঝতে পারেন না। এই বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের আইন দ্বারা কাউকে পেনালাইজ করি তখন সেটা কয়েকটা টায়ারে যেতে হয়। নইলে সে কিন্তু কোর্টে যেতে পারে। এ ছাড়া, আমাদের তদন্তে যদি কোনো দুর্বলতা থাকে তখন সেটা ফেরত চলে আসে। এই ধরনের নজির কিন্তু বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছে। কোনো তদন্ত তড়িঘড়ি করে করলে সেখানে কিন্তু দুর্বলতা থাকে।’

উপাচার্য আরও বলেন, ‘প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন আছে। আপনারা যদি তুলনামূলক বিশ্লেষণ করে দেখেন, দেখবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের কমিটিগুলো কীভাবে এগুচ্ছে। আমি লক্ষ্য করেছি, অনেকগুলো কমিটিই কাজ করছে। সামনের যে সিন্ডিকেট আছে, সেখানে রিপোর্টগুলো পেশ করা হবে। এটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি।’

সাদেকা হালিম আরও বলেন, ‘আমি আগেই উল্লেখ করেছিলাম কাজটি বড় পরিসরের। কারণ যে মেয়েটি আত্মহত্যা করেছে সে কিন্তু নোটে অনেক কিছুই লিখে গেছে। একজন শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে আসে তখন তার সহপাঠীদের সঙ্গে একটা সম্পর্ক হয়। তার শিক্ষকদের সঙ্গে একটা সম্পর্ক হয়, প্রশাসনের অনেক কর্মকর্তাদের সঙ্গে তার যোগাযোগ হয়। তাই যখন এটা তদন্ত আমরা করি তখন সেটা কিন্তু বড় পরিধিতে সবকিছু সূক্ষ্মভাবে করতে হয়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে সবকিছু এককভাবে হয় না, সে কারণে সবকিছু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে দেখা হবে।’

প্রসঙ্গত, শুক্রবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যা করেন। ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠীকে মো. রায়হান সিদ্দিকী আম্মানকে দায়ী করে কুমিল্লার নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহননের পথ বেছে নেন।

এ ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. জাকির হোসেনকে আহ্বায়ক করে উচ্চ ক্ষমতাসম্পন্ন পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সুষ্ঠু তদন্ত করে দ্রুত উপাচার্যের কাছে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

অবন্তিকা উপাচার্য জবি টপ নিউজ ড. সাদেকা হালিম হত্যা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর