Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানাবাড়ি যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৪ ১৭:৫৫

মাদারীপুর: জেলার রাজৈরে নানাবাড়ি যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় নুসরাত আক্তার (৬) নামের এক শিশু নিহত হয়েছে।

রোববার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার টেকেরহাট এক নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুসরাত উপজেলার খালিয়া ইউনিয়নের বৌলগ্রামের বিগুল শেখের মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

নিহত শিশুর খালু ইসরাফিল মোল্লা জানান, নুসরাতের মামা সাগরপথে লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় কোস্ট গার্ডের হাতে ধরা পড়েছেন। এ খবর শুনে মা-বাবা ও খালা-খালুর সঙ্গে রাজৈর উপজেলার মহিষমারী গ্রামে তার নানাবাড়ি যাওয়ার উদ্দেশে মহাসড়কের পাশে এসে দাঁড়ায় নুসরাত। এ সময় অটোভ্যানে উঠতে গেলে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে শিশুটি গুরুতর আহন হয়। পরে তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/পিটিএম

নিহত শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর