মস্কোতে ড্রোন হামলা, রাশিয়াজুড়ে ৪০টি ভূপাতিত
১৭ মার্চ ২০২৪ ১৭:৫৬ | আপডেট: ১৭ মার্চ ২০২৪ ১৮:৩৬
রাশিয়ার রাজধানী মস্কোতে হামলার সময় অন্তত চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিনের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি এ খবর প্রকাশ করেছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শনিবার দিবাগত রাতে সীমান্তবর্তী রুশ শহরগুলোতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাতে অন্তত ৩৫টি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয়েছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন স্থানীয় সময় রোববার (১৭ মার্চ) ভোরে টেলিগ্রাম অ্যাপে বলেন, মস্কোর ডোমোদেডোভো জেলায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন হামলা প্রতিহত করেছে। এই এলাকায় দুটি ড্রোন ভূপাতিত করেছে। আরও দুটি ড্রোন আমরা রামেনস্কি এবং স্টুপিনো জেলায় ধ্বংস করেছি।
ড্রোন হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি। ধ্বংসাবশেষ যে এলাকায় পড়েছিল সেখানে কেউ হতাহত হয়নি।
রাশিয়ায় প্রসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এর মধ্যে বেলগোরোদ অঞ্চলসহ সীমান্তবর্তী শহরে ব্যাপক ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন। মস্কোও ড্রোন হামলার লক্ষ্যের বাইরে নয়। ক্রেমলিন অভিযোগ করে বলেছে, রাশিয়ার নির্বাচন বানচাল করতেই ইউক্রেন ড্রোন হামলা চালাচ্ছে।
সারাবাংলা/আইই