Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিন্ডিকেটের বিরুদ্ধে ‘আরেকটি মুক্তিযুদ্ধ’ চান আ জ ম নাছির

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৪ ১৭:২৫

চট্টগ্রাম ব্যুরো: অসাধু ব্যবসায়ী এবং মুনাফালোভী সিন্ডিকেটের বিরুদ্ধে আরেকটি মুক্তিযুদ্ধ শুরুর সময় হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

বিজ্ঞাপন

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘শুধু ভৌগলিক স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দেননি। ২৪ বছর ধরে পাকিস্তানের শাসনামলে বাঙালির অধিকার যেভাবে ভুলুন্ঠিত হয়েছিল এবং এ জাতিকে যেভাবে শৃঙ্খলিত করে শোষণ-শাসনের স্টিমরোলার চালানো হয়েছিল, সেটা থেকে মুক্তির ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু। তিনি বাঙালির অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সামাজিক বৈষম্যমুক্ত একটি দেশ গঠন ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। তিনি এমন এক সমাজ চেয়েছিলেন, যে সমাজে শোষিতরাই হবেন প্রকৃত ক্ষমতার উৎস।’

কিন্তু ধনিক শ্রেণি দেশে আজ শোষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘স্পষ্ট দেখতে পাচ্ছি, ধণিক শ্রেণি অক্টোপাসের আটটি পায়ে এদেশের সমাজ ও রাজনীতিকে আষ্ঠেপৃষ্ঠে বেঁধে ফেলেছে। গড়পরতা মানুষের আয়ূ আর প্রবৃদ্ধি বেড়েছে। এরপরও ধনী-গরিবের বৈষম্য দ্বিগুণের বেশি বেড়ে গেছে। এ অবস্থায় বঙ্গবন্ধুর আরাধ্য সোনার বাংলা বাস্তবায়ন করতে হলে কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে।’

আ জ ম নাছির বলেন, ‘যারা গরিব মানুষের হক কতল করছে, অসাধু ব্যবসায়ী ও মুনাফালোভী সিন্ডিকেট, যারা নানা কৌশলে লুটপাট করছে, তাদের প্রতিহত করার জন্য আরেকটি মুক্তিযুদ্ধ শুরুর করার সময় এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সেই মুক্তিযুদ্ধের ডাক দেবেন।’

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে নগর কমিটির সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর আরাধ্য সোনার বাংলা এখনও বাস্তবায়ন হয়নি। বহু বাধা আছে। সবচেয়ে বড় বাধা হলো একাত্তরের পরাজিত অপশক্তি ও তাদের দোসররা। তারা এখনও মাঠে আছে। তাদেরকে নির্মূল করতে না পারাটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। এই ব্যর্থতার দায়ভার আমরা যদি না নিই, নতুন প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না।’

নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাছান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী, সংসদ সদস্য মহিউদ্দীন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ও শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, সম্পাদকমন্ডলীর সদস্য সৈয়দ হাসান মাহমুদ শমসের, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, মোহাম্মদ হোসেন, উপ-প্রচার সম্পাদক শহিদুল আলম, নির্বাহী সদস্য বিজয় কিষাণ চৌধুরী, মো. ইলিয়াছ, বেলাল আহমেদ।

সারাবাংলা/আরডি/ইআ

আ জ ম নাছির চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর