Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৪ ১২:০৭

বেনাপোল: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে রোববার (১৭ মার্চ) বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ আছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ সরকারি ছুটি। এদিন পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে কোনো আমদানি-রফতানি হবে না। সোমবার (১৮ মার্চ) সকাল থেকে ফের সব কার্যক্রম চলবে।

বিজ্ঞাপন

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান বিশ্বাস বলেন, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক আছে।

সারাবাংলা/ইআ

আমদানি-রফতানি বন্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর