বাংলাদেশ সফর শেষ মাদুশঙ্কার
১৭ মার্চ ২০২৪ ১১:৪৬ | আপডেট: ১৭ মার্চ ২০২৪ ১১:৪৯
ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত বোলিংয়ে সবার নজর কেড়েছিলেন তিনি। লংকান পেসার দিনশান মাদুশঙ্কা বাংলাদেশ সফরেও ছিলেন দলের অন্যতম ভরশার জায়গা। তবে সিরিজের মাঝপথেই দেশে ফিরতে হচ্ছে তাকে। দ্বিতীয় ওয়ানডেতে পাওয়া চোটেই সিরিজ শেষ হয়ে গেছে এই পেসারের।
চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচে নিজের ৭ম ওভার করার সময় চোট পান মাদুশঙ্কা। এর আগে ৩০ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি। মাঠ ছাড়ার পর আর বোলিংয়ে ফেরেননি তিনি। পরে হাসপাতালে নিয়ে স্ক্যান করলে বাম পায়ে হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে মাদুশঙ্কার। আর এই চোটেই সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে লংকান ক্রিকেট।
চোট কাটিয়ে কবে মাঠে ফিরবেন মাদুশঙ্কা, সেটা অবশ্য জানায়নি শ্রীলংকা। খুব সম্ভবত কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।
আগামীকাল চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। সিরিজে ১-১ এ সমতা রয়েছে।
বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি।
সারাবাংলা/এফএম