Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীর বাবুরহাটে আগুন, ১০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৪ ১১:৪০ | আপডেট: ১৭ মার্চ ২০২৪ ১৪:৩৯

নরসিংদী: দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর-বাবুরহাটে অগ্নিকাণ্ডে অন্তত ৩২টি দোকান পুড়ে গেছে। এতে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতির শঙ্কা করছেন ব্যবসায়ীরা।

শনিবার রাত সোয়া ১টার দিকে শেখেরচর-বাবুরহাটের জিয়া উদ্দিন মার্কেটে এই আগুনের সূত্রপাত হয়। এরপর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এসব দোকানে বিছানার চাদর, গজ কাপড়, তোষকের কভার ও মশারি পাইকারি কেনা-বেচা হতো। আগুন নেভানোর আগেই প্রায় ৯০ শতাংশ কাপড় পুড়ে যায়। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে ৩২টি দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ১০ কোটি টাকার।

সারাবাংলা/ইআ

আগুন টপ নিউজ নরসিংদীর বাবুরহাট

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর