Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেলিংহামকে নিয়েই বেশি ভয় গার্দিওলার

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৪ ০৯:২১

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে সফল দলের মুখোমুখি হবেন তারা। ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ ম্যাচ নিয়ে ড্রয়ের পর থেকেই চলছে নানা আলোচনা। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি এরই মাঝে জানিয়ে দিয়েছেন, ফেভারিট হিসাবে মাঠে নামবে সিটিই। তবে সিটি কোচ পেপ গার্দিওলা বলছেন, মাদ্রিদের সাথে লড়াইটা অনেক বেশি কঠিন হবে। আর সব থেকে বেশি কঠিন হবে জুড বেলিংহামকে আটকানো।

বিজ্ঞাপন

রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই অবিশ্বাস্য ফর্মে আছেন বেলিংহাম। তার দুর্দান্ত পারফরম্যান্সে লিগে শীর্ষস্থান মজবুত করেছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগেও বেলিংহাম দারুণ খেলেছেন। সব মিলিয়ে ২২ ম্যাচে ১৬ গোল করেছেন এই ইংলিশ তরুণ তুর্কি। গার্দিওলা তাই তাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানছেন, ‘বেলিংহাম রিয়ালে যে প্রভাব ফেলেছে সেটা অবিশ্বাস্য। তার যোগ দেওয়ার পরেই দলের চিত্র পাল্টে গেছে। আগের মৌসুমের চেয়ে এই দলটা একদমই ভিন্ন। তাকে কীভাবে আটকানো যায় সেটা নিয়েই আমাদের ভাবতে হবে।’

বিজ্ঞাপন

আনচেলত্তি সিটিকে ফেভারিট মানলেও গার্দিওলা তেমনটা ভাবছেন না, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা সবসময়ই কঠিন কাজ। এটা সবাইকেই মানতে হবে। তারা চ্যাম্পিয়নস লিগে অবিশ্বাস্য একটা ক্লাব। এই টুর্নামেন্টে তাদের যে অভিজ্ঞতা সেটা দিয়ে তারা অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে পারে। দারুণ একটা লড়াই হবে। আগের মৌসুমের মতো আমরা ভালো খেলে জিততে চাই। বিশেষ করে মাদ্রিদের মাঠে ভালো খেলতে হবে। তারপর ঘরের মাঠে জিততে হবে।’

আগামী ৯ এপ্রিল বার্নাব্যুতে প্রথম লেগে মুখোমুখি হবে রিয়াল-সিটি। ফিরতি লেগে ১৭ এপ্রিল ইতিহাদ স্টেডিয়ামে লড়বে দুই দল।

সারাবাংলা/এফএম

গার্দিওলা চ্যাম্পিয়নস লিগ পেপ গার্দিওলা বেলিংহাম ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর