Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্লবীতে ছুরিকাঘাতে বিহারি যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৪ ২১:০৪

ঢাকা: রাজধানীর পল্লবীতে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বে ছুরিকাঘাতে রাসেল (২৫) নামে এক বিহারি যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় রাশেদ (২২) নামে আরেক যুবক আহত হয়েছেন।

শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় পল্লবী থানাধীন মিরপুর ১২ এর আধুনিকের মোড়ে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে রাসেলকে মৃত ঘোষণা করেন।

আহত রাশেদ জানান, তারা মিরপুর ১২ এর মুড়াপাড়া বিহারি ক্যাম্পে থাকে। রাসেলের সঙ্গে তিনি এক ইফতার পার্টিতে গিয়েছিলেন। সেখান থেকে বাসায় ফেরার পথে আধুনিকের মোড়ে এলে ওই এলাকার তানজিলা, তার স্বামী কালু ও তানজিলার ভাই শাহিনসহ কয়েকজন তাদের ছুরিকাঘাত করে।

ছুরিকাঘাতের কারণ জানতে চাইলে আহত রাশেদ বলেন, ‘আজ দুপুরে গান গাইতেছিলাম। তানজিলা তখন বলে, তারে দেখে নাকি আমরা গান গাইছি। এ নিয়ে তার সঙ্গে তর্কাতর্কি হয়। পরে ওই ঘটনার জের ধরে সন্ধ্যায় তারা আমাকে ও রাসেলকে ছুরিকাঘাত করে।’

এদিকে, আহত রাশেদের বোন জানান, তারা মিরপুর কালশী ই ব্লক ৫ নম্বর লাইনের মুড়াপাড়া বিহারি ক্যাম্পের বাসিন্দা। নিহত রাসেল ওই এলাকাতেই কারচুপির কাজ করতো। সন্ধ্যার দিকে তারা জানতে পারে রাশেদ ও রাসেল আধুনিকের মোড়ে ছুরিকাঘাতে আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাসেল মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মিরপুর থেকে দুই যুবককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে রাসেল নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে মর্গে রাখা হয়েছে। এ ছাড়া, আহত রাশেদের বাম বুকে ছুরিকাঘাত করা হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

এদিকে, পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোকলেসুর রহমান জানান, মিরপুর ই ব্লক এলাকায় বিহারিদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে এক যুবকের মৃত্যুর খবর শুনেছি। বিস্তারিত জানতে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

টপ নিউজ নিহত পল্লবী বিহারী যুবক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর