Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনচেলত্তির চোখে সিটিই ফেভারিট

স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২৪ ১৪:৫৮ | আপডেট: ১৬ মার্চ ২০২৪ ১৪:৫৯

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি সিটি-রিয়াল

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্রয়ের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে একটাই ম্যাচ। টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইংলিশ লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। দুই হেভিওয়েট দলের লড়াইটাই কোয়ার্টারের ‘হটকেক’ ম্যাচ। জমজমাট এই ম্যাচের আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলছেন, তার চোখে সিটিই ফেভারিট হিসাবে মাঠে নামবে।

গত এক যুগে চ্যাম্পিয়নস লিগে ১০ বার মুখোমুখি হয়েছে রিয়াল-সিটি। এই লড়াইয়ে এগিয়ে আছে রিয়ালই, তারা জিতেছে ৪ ম্যাচ, সিটি জিতেছে ৩টিতে, ড্র হয়েছে বাকি ৩ ম্যাচ। সবশেষ ২০২২-২৩ মৌসুমের সেমিতে মুখোমুখি হয়েছিল তারা। সেবার দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানের বড় জয়েই ফাইনালে উঠেছিল সিটিজেনরা। বিশেষ করে দ্বিতীয় লেগে রিয়ালকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল পেপ গার্দিওলার দল।

বিজ্ঞাপন

এবার কোয়ার্টারেই দেখা হয়ে যাচ্ছে দুই দলের। কোয়ার্টারের ড্রয়ের পর রিয়াল কোচ আনচেলত্তি বলছেন, এই লড়াইয়ে এগিয়ে থাকবে সিটিই, ‘প্রতিপক্ষ হিসাবে তাদেরকেই ফেভারিট ধরবে সবাই। কঠিন একটা লড়াই হবে। তবে দল হিসাবে মাদ্রিদও বেশ আত্মবিশ্বাসী। নিজেদের মাঠে আমরা নির্ভার। তবে সিটির মাঠে খেলাটা বরাবরই কঠিন। আর কোয়ার্টার ফাইনাল বলে চাপটাও বেশি থাকবে।’

চ্যাম্পিয়নস লিগ জিততে হলে সিটির মতো কঠিন প্রতিপক্ষকে হারিয়েই সামনের দিকে এগুতে হবে বলে মানছেন আনচেলত্তি, ‘এই মুহূর্তে সিটিই হয়তো ইউরোপের সেরা দল। কিন্তু চ্যাম্পিয়নস লিগ জিততে হলে আপনাকে সেরা দলগুলোকে হারাতেই হবে। আগের মৌসুমের মতোই জমজমাট একটি লড়াই হবে। একবার তারা জিতেছে, একবার আমরা জিতেছি। দেখা যাক এবার কারা জেতে।’

বিজ্ঞাপন

আগামী ৯ এপ্রিল বার্নাব্যুতে প্রথম লেগে মুখোমুখি হবে রিয়াল-সিটি। ফিরতি লেগে ১৭ এপ্রিল ইতিহাদ স্টেডিয়ামে লড়বে দুই দল।

 

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস লিগ ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর