Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে মাটিবোঝাই ট্রাকচাপায় কিশোর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৪ ১৩:৫৬

ঢাকা: রাজধানীর বিমানবন্দর মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে মাটিবোঝাই ট্রাকের চাপায় আল-আমিন (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন।

শনিবার (১৬ মার্চ) দুপুরে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত কবির মামুন জানান, শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাত ২টার দিকে বিমানবন্দর মুক্তিযোদ্ধা মার্কেট সামনে আশকোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, ছেলেটি মার্কেটের সামনে রাস্তা পার হচ্ছিল। এসময় মাটিবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায় এবং ওই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে রাতেই মরদেহটি উদ্ধার করা হয়। লাশটির ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও জানান, মৃত আলআমিন বিমানবন্দর এলাকায় ভাসমান ছিল। তবে তার পরিচয় পাওয়া গেছে। আলআমিনের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাকরনগর গ্রামে। বাবার নাম মৃত হুমায়ুন কবির। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনইউ

টপ নিউজ রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর