Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ানডেতে তাসকিনের উইকেটের ‘সেঞ্চুরি’

স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২৪ ২২:০৫ | আপডেট: ১৫ মার্চ ২০২৪ ২৩:১৫

ওয়ানডেতে ১০০ উইকেট পেলেন তাসকিন

শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ জয়ের লক্ষ্যে লড়ছে বাংলাদেশ। লংকানদের বিপক্ষে বোলিংয়ে নেমে এখন পর্যন্ত দুটি উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। আর এতেই ছুঁয়েছেন নতুন এক মাইলফলক। ৮ম বাংলাদেশি বোলার হিসাবে ওয়ানডেতে ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি।

শুরুতে কুশল মেন্ডিসকে ফিরিয়েছিলেন তাসকিন। কিছুক্ষণ আগে দারুণ ব্যাটিং করতে থাকা চারিথ আসালাংকাকে আউট করে উল্লাসে ভাসেন তাসকিন, ম্যাচে ফেরান বাংলাদেশকে। আর এতেই ওয়ানডেতে নিজের শততম উইকেট পেয়েছেন তিনি। ৭০ ইনিংসে ১০০ উইকেট ছুঁলেন এই পেসার।

বিজ্ঞাপন

তাসকিনের আগে ওয়ানডেতে ১০০ উইকেট নিয়েছে মাত্র ৭ জন বাংলাদেশি বোলার। মোহাম্মদ রফিক প্রথম বোলার হিসাবে ওয়ানডেতে ১০০ উইকেট পান, তার মোট উইকেট সংখ্যা ১১৯। সাকিব আল হাসান পেয়েছেন ৩১৭টি উইকেট, মাশরাফির আছে ২৬৯টি, আব্দুর রাজ্জাকের আছে ২০৭টি, মোস্তাফিজের আছে ১৬২ উইকেট, রুবেল হোসেনের ১২৯টি ও মেহেদি মিরাজের আছে ১০৪টি ওয়ানডে উইকেট।

বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি

সারাবাংলা/এফএম

১০০ উইকেট টপ নিউজ তাসকিন বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর