‘পিঅ্যান্ডআই ক্লাবের মাধ্যমে নাবিকদের মুক্ত করার চেষ্টা চলছে’
১৫ মার্চ ২০২৪ ২০:২৮ | আপডেট: ১৫ মার্চ ২০২৪ ২২:৪৩
চট্টগ্রাম ব্যুরো: বিমা প্রদানকারী ও জাহাজ মালিকদের সমন্বয়ে গঠিত সংস্থা ‘পিঅ্যান্ডআই ক্লাব’ এর মাধ্যমে সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ ও নাবিকদের মুক্ত করার প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
শুক্রবার (১৫ মার্চ) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার প্রয়াত আওয়ামী লীগ নেতাদের স্মরণসভার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
জিম্মি নাবিকদের ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে- সাংবাদিকের এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। গতকাল (বৃহস্পতিবার) আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। আমরা পিঅ্যান্ডআই ক্লাবের মাধ্যমে জাহাজ ও নাবিকদের সুস্থভাবে মুক্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। আমরা কোন প্রক্রিয়ায় এগুচ্ছি সেটা বলতে চাই না। কারণ এটা জনসম্মুখে প্রকাশ করার বিষয় নয়।’
হাছান মাহমুদ বলেন, ‘আমাদের প্রচেষ্টা হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে নাবিক ও জাহাজ দুইটিকেই মুক্ত করা। একই কোম্পানির আরেকটি জাহাজ কয়েক বছর আগে ২০১০ সালে হাইজ্যাক হয়েছিল। সেটা মুক্ত করতে ১০০ দিন সময় লেগেছিল। আমাদের প্রচেষ্টার কোনো কমতি নেই। আমরা নানাভাবে প্রচেষ্টা চালাচ্ছি। আমরা আশা করছি এবারও অতীতের মতো সম্পূর্ণ সুস্থভাবে নাবিকসহ জাহাজকে মুক্ত করতে পারব।’
উল্লেখ্য, এমভি আবদুল্লাহ নামে জাহাজটি চট্টগ্রামের কবির স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস (কেএসআরএম) গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিংয়ের মালিকানাধীন।
গত ১২ মার্চ বাংলাদেশ সময় বেলা ১২টার দিকে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। ওই জাহাজের ২৩ নাবিককে জিম্মি করা হয়। জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাচ্ছিল।
এর আগে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ খেটে খাওয়া মানুষের দল, গণমানুষের দল। যাদের স্মরণে আজ এ স্মরণসভা তারা সবাই রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগকে দুঃসময়ে সংগঠিত করেছিল। তাদের মতো তৃণমূলের নেতাদের কারণেই আজ দল রাষ্ট্র ক্ষমতায়।’
বর্তমান প্রজন্মের নেতাকর্মীদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাজনীতি হচ্ছে একটি ব্রত। রাজনীতি সমাজে প্রতিষ্ঠা লাভের কিংবা বিত্ত বৈভব অর্জনের সোপান নয়।’
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনের যৌথ সঞ্চালনায় স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) সেকান্দর হোসেন চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, জেলা পরিষদ সদস্য আবুল কাশেম চিশতি ও পৌরসভার মেয়র শাহজাহান সিকদার।
সারাবাংলা/আইসি/এমও