পাইলট-ক্রুদের রোজা না রাখার নির্দেশ পাকিস্তান এয়ারলাইনসের
১৫ মার্চ ২০২৪ ১৬:২৪ | আপডেট: ১৫ মার্চ ২০২৪ ১৬:৩৪
ফ্লাইটের সময় রোজা না রাখার জন্য পাইলট ও কেবিন ক্রুদের নির্দেশ দিয়েছে পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)। সংস্থাটির ফ্লাইট সুরক্ষা বিভাগের ম্যানেজারের তরফ থেকে সকল পাইলট ও কেবিন ক্রুদের কাছে সার্কুলার আকারে নির্দেশনাটি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, রোজা রেখে ফ্লাইট পরিচালনা সম্ভব। কিন্তু এতে নিরাপত্তা পরিধি কমে যেতে পারে। কর্পোরেট নিরাপত্তা ব্যবস্থাপনা এবং এয়ারক্রু মেডিকেল সেন্টার থেকে এমনটাই পরামর্শ এসেছে।
গত ৮ মার্চ জারি করা নিরাপত্তা নির্দেশিকায় বলা হয়, রোজার পবিত্রতা অনস্বীকার্য। রোজা রাখার জন্য মানুষকে রুটিনে পরিবর্তন আনতে হয়। উপবাস হাইপোগ্লাইসেমিয়া, পানিশূন্যতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হ্রাস, ধীর প্রতিক্রিয়া ও কম স্ট্যামিনার কারণ হতে পারে।
পিআইএ বলেছে, সকল বিষয় বস্তুনিষ্ঠভাবে বিবেচনা করার পর এটা পরিষ্কার যে, রোজা রেখে ফ্লাইট পরিচালনা শুধুমাত্র আপনার নিজের জীবনকেই ঝুঁকির মধ্যে ফেলছে না, অন্যদেরও জন্যও তা ঝুঁকিপূর্ণ। অতএব, সকল ককপিট-কেবিন ক্রু যারা রোজা রাখছেন, তাদের ফ্লাইটে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
নির্দেশনায় জরুরি পরিস্থিতিতে উপবাসের প্রভাবে পদক্ষেপ নিতে বিলম্ব হলে বা ভুলভাবে কার্যকর করা হলে সম্ভাব্য গুরুতর পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে।
যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ম ও প্রবিধান মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে সার্কুলারে। পাকিস্তানের রাষ্ট্রীয় আইনের অধীনেও কেউ এই নির্দেশনা থেকে ছাড় দাবি করতে পারবে না।
সারাবাংলা/আইই