Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৪ ১৫:৪৪

ঢাকা: জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ১০ জন বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার-২০২৪। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং চিকিৎসাবিদ্যাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হবে।

শুক্রবার (১৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা শহীদ আবু নঈম মো. নজিব উদ্দীন খাঁন (খুররম) (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মোবারক আহমদ খান, চিকিৎসাবিদ্যায় ডা. হরিশংকর দাশ‌ এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য মোহাম্মদ রফিকউজ্জামান এবং ক্রীড়া ক্ষেত্রে ফিরোজা খাতুন এ পুরস্কার পাচ্ছেন।

সমাজসেবায় পুরস্কার পাচ্ছেন অরণ্য চিরান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী এবং এস এম আব্রাহাম লিংকন।

বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা হলো স্বাধীনতা পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে সরকার।

এই পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম সোনার পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

সারাবাংলা/এনএস

স্বাধীনতা পুরস্কার-২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর