টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
১৫ মার্চ ২০২৪ ১৪:০৫ | আপডেট: ১৫ মার্চ ২০২৪ ১৪:১০
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতেছে শ্রীলংকা। টসে জিতে লংকান অধিনায়ক কুশল মেন্ডিস বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। শান্তর নেতৃত্বে বাংলাদেশ তাই সিরিজ জয়ের লক্ষ্যে প্রথমে ব্যাটিংয়ে নামবেন।
প্রথম ম্যাচেও টসে জিতেছিল শ্রীলংকা। সেবার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মেন্ডিস। তবে ম্যাচের দ্বিতীয় ভাগে অতিরিক্ত শিশিরের কারণে হ্যাপা পোহাতে হয়েছে লংকান বোলারদের। এবার সেই ঝুঁকি নেননি তিনি। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্তই নিয়েছেন মেন্ডিস।
অনেকের ধারণা ছিল, তাইজুলের পরিবর্তে বাংলাদেশ একাদশে দেখা যাবে রিশাদকে। তবে প্রথম ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেই বাংলাদেশ মাঠে নামছে। লংকান একাদশে এসেছে একটি পরিবর্তন। মাহিস থিকসানার পরিবর্তে দলে এসেছেন দুনিথ ওয়াল্লালাগে।
বাংলাদেশ একাদশ– সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম।
শ্রীলংকা একাদশ– কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাংকা, পাথুম নিশাংকা, সাদিরা সামারাবিক্রমা,আভিশকা ফার্নান্দো, ওয়ানিন্দু হাসারাঙ্গা,দুনিথ ওয়াল্লালাগে ,দিলশান মাদুশংকা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, জানিথ লিয়ানাগে।
বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি।
সারাবাংলা/এফএম