জিম্মি জাহাজকে পর্যবেক্ষণ করছে ইউরোপের ন্যাভাল ফোর্স
১৫ মার্চ ২০২৪ ১২:৩২ | আপডেট: ১৫ মার্চ ২০২৪ ১৫:১২
সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’কে পর্যবেক্ষণে রেখেছে ইউরোপীয় ইউনিয়ন ন্যাভাল ফোর্স (ইইউএনএভিএফওআর)। এই কার্যক্রমের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন আটলান্টা’।
ইইউএনএভিএফওআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়, আটলান্টা’র সংগৃহ করা তথ্যমতে, জাহাজে অন্তত ১২ জন জলদস্যুকে নিশ্চিত করা হয়েছে। যদিও ছিনতাইয়ের সময় ২০ জন সশস্ত্র ব্যক্তির কথা বলা হয়েছিল।
এর আগে, ওই অঞ্চলে ‘এমভি রুয়েন’ নামের আরেকটি জাহাজ ছিনতাই করে জলদস্যুরা। ওই দলের সদস্যরাই ‘এমভি আবদুল্লাহ’র ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোমালি উপকূলের উত্তর, দক্ষিণ ও মধ্য অঞ্চলের বিভিন্ন এলাকায় জলদস্যু গোষ্ঠীর তিনটি ক্যাম্প চিহ্নিত করা হয়েছে। এসব জায়গা থেকে তারা ছিনতাই অভিযানে সহায়তা করে থাকে।
‘এমভি আবদুল্লাহ’কে ঘিরে ‘অপারেশন আটলান্টা’ এখনো তার কার্যক্রম চালাচ্ছে উল্লেখ করে ইইউএনএভিএফওআর জানায়, ছিনতাই হওয়া জাহাজের পরিস্থিতি এখনো একই অবস্থায় আছে এবং নাবিকরা নিরাপদে আছেন।
অপারেশন আটলান্টা সামুদ্রিক নিরাপত্তায় সবচেয়ে কার্যকর পদক্ষেপের সমন্বয় সাধনের জন্য বাংলাদেশ ও সোমালি কর্তৃপক্ষ এবং এই অঞ্চলের অংশীদারদের সঙ্গে যোগাযোগ করছে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন:
- ‘পাশ ফিরলেই দেখি বড় বড় গান তাক করে রেখেছে’
- ‘কী হবে কিছুই তো জানি না, দোয়া করো’
- জিম্মি জাহাজে ৫৫ হাজার টন কয়লায় ‘অগ্নিঝুঁকি’
- ‘মুক্তিপণ না দিলে একে একে সবাইকে মেরে ফেলা হবে’
- উদ্বেগ-উৎকণ্ঠায় জিম্মি জাহাজের নাবিকদের স্বজনেরা
- ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ
- ছেলেকে সুস্থ ফিরিয়ে দিন— জিম্মি নাবিকের মায়ের আর্তি
- নাজমুলকে ফিরে পেতে মায়ের আকুতি, বাবা হাসপাতালে
- জিম্মি জাহাজ সোমালিয়া উপকূলে, নাবিকরা অক্ষত আছেন
- জলদস্যুদের কবলে টাঙ্গাইলের সাব্বির, উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার
- সোমালিয়ার পথে জিম্মি জাহাজ, এখনও ২৭৫ নটিক্যাল মাইল দূরে
সারাবাংলা/এনএস