Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২৪ ০৯:৩৪ | আপডেট: ১৫ মার্চ ২০২৪ ১৪:১১

২য় ওয়ানডে জিতেই সিরিজ নিশ্চিত করবেন শান্তরা?

টি-টোয়েন্টি সিরিজে সমতা ফিরিয়েও শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশকে। চট্টগ্রামে অবশ্য দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়িয়েছে নাজমুল হোসেন শান্তর দল। অধিনায়ক শান্ত রেকর্ড গড়া সেঞ্চুরির সুবাদে ৬ উইকেটের বড় জয় নিয়ে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ। আজ একই ভেন্যুতে লংকানদের মুখোমুখি হবেন শান্তরা। প্রথম ম্যাচের পারফরম্যান্সের পুনরাবৃত্তি ঘটিয়ে তিন বছর পর আবার শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ? নাকি ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরাবেন মেন্ডিসরা?

বিজ্ঞাপন

পরিসংখ্যান

লংকানদের বিপক্ষে সব মিলিয়ে ৫৫টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এর মাঝে জয় এসেছে মাত্র ১১টিতে। সবশেষ জয় এসেছে এই সিরিজের প্রথম ম্যাচে। বাকি ৪২ ম্যাচে জিতেছে শ্রীলংকা, ২ ম্যাচের ফলাফল আসেনি।

এশিয়ার দেশগুলোর মাঝে ভারত ও আফগানিস্তানের বিপক্ষে দুটি করে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। শুধু শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে একটি করে জয় টাইগারদের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ জিতলে বাংলাদেশের সিরিজ জয়ের সম্ভাবনা বেড়ে যায় কয়েকগুণ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচ জিতেছে ২১ বার। এর মাঝে ১৮ বার সিরিজ জিতেছে বাংলাদেশ, হেরেছে দুই বার, সিরিজ সমতায় শেষ হয়েছে একবার।

সবশেষ  তিন ম্যাচ সিরিজে প্রথম ম্যাচ জিতেও সিরিজ হারের রেকর্ড ২০১৩ সালে। জিম্বাবুয়ে সফরে গিয়ে প্রথম ম্যাচ জিতেও সিরিজ হারতে হয়েছিল বাংলাদেশকে। ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথম ম্যাচ জেতার পরেও শেষ দুই ম্যাচে হেরে সিরিজ খোয়াতে হয়েছিল বাংলাদেশকে।

পিচ ও কন্ডিশন

প্রথম ম্যাচের দ্বিতীয়ভাগে বেশ প্রবলভাবেই প্রভাব ফেলেছে শিশির। দ্বিতীয় ইনিংসে লংকান বোলারদের বল গ্রিপ করতে বেশ হ্যাপা পোহাতে হয়েছে। লংকান ব্যাটার লিয়ানাগে তো ম্যাচ শেষে বলেই ফেলেছেন, এতটা শিশির পড়বে সেটা তারা কল্পনাও করেননি। আজও একই ধরনের আবহাওয়া থাকতে পারে চট্টগ্রামে। সাথে রয়েছে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও। শিশিরের কথা মাথায় রেখে টসে জিতে বোলিং নিতে পারেন দুই অধিনায়ক।

দলের খবর

উইনিং কম্বিনেশন ধরে রাখতে বাংলাদেশ একাদশে কোনও পরিবর্তন না আসার সম্ভাবনাই বেশি। শুধু প্রথম ম্যাচে বর্ণহীন তাইজুল ইসলামের বদলে একাদশে ঢুকতে পারেন টি-২০ সিরিজে দারুণ পারফর্ম করা স্পিনার রিশাদ হোসেন। ওপেনিং জুটি নিয়েই যা একটু দুশ্চিন্তায় থাকবেন শান্ত। লিটন-সৌম্য জুটি থেকে আজ ভালো কিছুই আশা করবে দল। আগে ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা মাহমুদউল্লাহ, শান্ত, মুশফিকরা আজও জ্বলে উঠবেন, এটাই আশা সমর্থকদের। বল হাতে তাসকিন-তানজিম সাকিবরা গতির ঝড় তুলবেন আগের ম্যাচের মতোই।

বিজ্ঞাপন

সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে একাদশে কিছুটা পরিবর্তন আনতে পারে শ্রীলংকা। দলে দেখা যেতে পারে আকিলা ধনঞ্জয়াকে।

চট্টগ্রামে সাম্প্রতিক ফর্ম কিংবা পরিসংখ্যান, সবকিছুতে এগিয়ে থেকেই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচের ফর্ম ধরে রেখে আজই সিরিজ নিশ্চিত করতে চাইবেন শান্তরা। তাদের পথে কি বাধা করে দাঁড়াতে পারবেন লংকানরা? উত্তর জানা যাবে আজ দুপুর ২.৩০ মিনিট থেকে শুরু হওয়া ম্যাচেই।

বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি

সারাবাংলা/এফএম

টপ নিউজ বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ শান্ত

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর