Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই বছরে ৬ হাজার ভাড়াটে সেনা রুশ বাহিনীর হাতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২৪ ২৩:৩২

ইউক্রেনের রণক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে দুই বছরে প্রায় ছয় হাজার বিদেশি ভাড়াটে সৈন্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ পরিসংখ্যান প্রকাশ করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশি ইউক্রেনে আক্রমণ চালায় রাশিয়া। এখন পর্যন্ত সেই যুদ্ধ চলছে। দুই বছরে ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নিহত বিদেশি ভাড়াটে সেনাদের সংখ্যার হালনাগাদ তথ্য প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যে দেখা যায়, রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে অন্তত ১৩ হাজার ৩৮৭ বিদেশি ভাড়াটে সেনা রণক্ষেত্রে গিয়েছেন। এর মধ্যে পাঁচ হাজার ৯৬২ জন সেনা রুশ বাহিনীর হাতে নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি ভাড়াটে সেনা সরবরাহ করেছে ইউক্রেনের পক্ষে সবচেয়ে সরব প্রতিবেশি পোল্যান্ড। দেশটি থেকে দুই হাজার ৯৬০ জন ভাড়াটে সেনা যুদ্ধক্ষেত্রে গিয়েছেন। তবে পোল্যান্ডের অর্ধেকেরও বেশি ভাড়াটে সেনা রুশ বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন। এ সংখ্যা এক হাজার ৪৯৭।

কিয়েভের সবচেয়ে বড় সামরিক পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে গেছেন এক হাজার ১১৩ জন ভাড়াটে সেনা। এর মধ্যে অন্তত ৪৯১ জন নিহত হওয়ার নিশ্চিত তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে তৃতীয় সর্বোচ্চ ভাড়াটে সেনা গেছেন নিরপেক্ষ অবস্থানে থাকা জর্জিয়া থেকে এক হাজার ৪২ জন। এর মধ্যে কমপক্ষে ৫৬১ জন নিহত হয়েছেন।

কানাডা থেকে ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে গেছেন এক হাজার ৫ জন ভাড়াটে সেনা। তাদের মধ্যে অন্তত ৪৯১ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া যুক্তরাজ্য, রোমানিয়া, ক্রোয়েশিয়া ও ফ্রান্স থেকেও উল্লেখযোগ্য সংখ্যক ভাড়াটে সেনা ইউক্রেনের হয়ে যুদ্ধে যোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া এসব তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি কোনো নিরপেক্ষ সংস্থা বা সংবাদমাধ্যম।

সারাবাংলা/আইই

ইউক্রেন টপ নিউজ রাশিয়া

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর