Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবাসিক ভবনে আগুনের ঝুঁকি, সেমাই কারখানা বন্ধের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৪ ১৮:৪৮ | আপডেট: ১৪ মার্চ ২০২৪ ২১:১২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর একটি আবাসিক ভবনে চুল্লি জ্বালিয়ে ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছিল। অথচ ওই ভবনে শ’খানেক মানুষের বসবাস। জেলা প্রশাসনের টিম অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দিয়েছে।

এ ছাড়া, একই অভিযানে খাওয়ার অনুপযুক্ত ডাল ভাঙানো এবং পোল্ট্রি ফিড ও মাছের খাদ্যের সঙ্গে ক্ষতিকর রাসায়নিক বর্জ্য মেশানোর দায়ে আরও দুই প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে নগরীর চাক্তাই এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

অভিযানে গিয়ে জেলা প্রশাসনের টিম চাক্তাই এলাকার ফাইভ স্টার গলিতে ‘নাজিম বাংলা সেমাই’ কারখানার খোঁজ পায়। মোহাম্মদ মিয়া বিল্ডিং নামে একটি আবাসিক ভবনের নিচতলায় কারখানার অবস্থান। সেখানে চুল্লি জ্বালিয়ে আগুনের ঝুঁকি তৈরি করে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই বানানো হচ্ছিল। ভবনের মালিক মো. মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট এবং কারখানাটি বন্ধ ঘোষণা করে দেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত সারাবাংলাকে জানান, আবাসিক ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় শ’খানেক মানুষ বসবাস করেন। নিচতলায় কারখানায় চুল্লি জ্বালিয়ে ঈদ উপলক্ষ্যে বিক্রির জন্য সেমাই প্রস্তুত করা হচ্ছিল। ফায়ার সার্ভিস থেকেও ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে হয়েছিল। তবুও আবাসিক ভবনে সেমাই তৈরি বন্ধ হয়নি এবং ভবন থেকে বাসিন্দারা সরেননি।

ভবন মালিক মো. মিয়া সারাবাংলাকে বলেন, ‘এটা শুধু এক মাসের জন্য করা হয়। তাই করতে দিয়েছিলাম। বাকি ১১ মাস তো এখানে সেমাই তৈরি করা হয় না। আমি যেহেতু ভবনের মালিক তাই আমাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।’

বিজ্ঞাপন

সেমাই কারখানার মালিক মো. নাজিম সারাবাংলাকে বলেন, ‘রমজান মাসেই শুধু আমি এ সেমাই তৈরি করি। তবে ভবনটি যে এত ঝুঁকিপূর্ণ সেটা জানতাম না। আমি অনেক আগে থেকে এ কাজ করে আসছি। আর এখানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির যে অভিযোগ করা হচ্ছে, দেখুন এখানে কিন্তু কোনো সেমাই মাটিতে পড়ে নেই। সব ট্রে-তে আছে। এরপর সরাসরি প্যাকেট চলে যাবে সেমাইগুলো।’

এদিকে চাক্তাই এলাকার ‘লাকী ডাল মিল’ নামে একটি কারখানায় অভিযানে গিয়ে জেলা প্রশাসনের টিম দেখতে পায়, সেখানে মানুষের খাওয়ার অনুপযুক্ত মটর ডাল ভাঙানো হচ্ছে। পরে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

প্রতীক দত্ত বলেন, ‘লাকী ডাল মিল নামে কারখানাটিতে নিম্নমানের মটরশুঁটি থেকে ডাল ভাঙানো হচ্ছিল। মিল মালিক বলেছেন, সেগুলো কানাডা থেকে মাসুদ ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠান আমদানি করেছে। কানাডায় সেগুলো মাছের খাবার হিসেবে ব্যবহার হয়। ডালগুলো ধ্বংস করার জন্য মিল মালিককে নির্দেশ দিয়েছি।’

লাকী ডাল মিলের ব্যবস্থাপক সুজন চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘এসব ডাল আমরা মাসুদ ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে সংগ্রহ করেছি। অনেক মিলেই এসব ডাল প্যাকেট করে বিক্রি হচ্ছে।’

একই অভিযানে ক্ষতিকর রাসায়নিক ক্রোমিয়ামযুক্ত ট্যানারির বর্জ্য মুরগি এবং মাছের খাদ্যের সঙ্গে মেশানোর দায়ে ‘কামাল সওদাগরের ফ্যাক্টরি’ নামে আরেক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

প্রতীক দত্ত সারাবাংলাকে বলেন, ‘ট্যানারিতে ব্যবহার করা চামড়ার অব্যবহৃত ঝুট চামড়া কুড়িয়ে এনে গুঁড়ো করে মাছ-মুরগির খাবারে মেশানো হয়। ট্যানারির চামড়ায় থাকে বেশি মাত্রায় ক্রোমিয়াম। মাছ-মুরগির প্রোটিনে সে ক্রোমিয়াম যায়। মানুষ যদি ওই মাছ-মুরগি খায় তাহলে কিডনি, যকৃৎসহ অন্যান্য অঙ্গের ক্ষতি হতে পারে। গোপন সূত্রে খবর পেয়ে ওই প্রতিষ্ঠানের তালা ভেঙে আমরা সেখানে প্রবেশ করি। পরে এসব বর্জ্য মিশ্রিত পোল্ট্রি ফিড আগামী তিন দিনের মধ্যে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।’

সারাবাংলা/আইসি/পিটিএম

আগুনের ঝুঁকি টপ নিউজ বন্‌ধ সেমাই কারখানা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর