Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড়াই গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৪ ১৭:৪৬

নাটোর: জেলার বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে জাহিদ আলী (২৭) নামের এক চালকের সহকারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে আগ্রান তেল পাম্প এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ আলী কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার গনিপুর গ্রামের জশিম উদ্দিনের ছেলে।

দুর্ঘটনায় কবলিত ট্রাকের চালক জুয়েল আলী বলেন, ‘চট্টগ্রাম থেকে খেজুর বোঝাই ট্রাক নিয়ে রাজশাহী যাচ্ছিলাম। পথে আগ্রান এলাকায় পৌঁছলে সামনে থাকা আরেকটি ট্রাকের পেছনের চাকা নষ্ট হয়ে হঠাৎ দাঁড়িয়ে যায়। তখন আমি আমার ট্রাকটি নিয়ন্ত্রণে রাখতে পারি না। হঠাৎ থেমে যাওয়ায় আমার ট্রাকটি সামনের ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমার সহকারী জাহিদ আলী নিহত হন।’

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একটি ট্রাক জব্দ করা হয়েছে ও আরেকটি ট্রাক পালিয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/পিটিএম

নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

আরো

সম্পর্কিত খবর