Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কর সুবিধা আরও ৩ বছর বহাল থাকছে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৪ ১৭:০৪

ঢাকা : অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দেওয়া কর সুবিধা আরও তিন বছর বহাল থাকছে। বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় আগামী ২০২৬-২৭ করবর্ষ পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে। গত এক দশক ধরে মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা ফি বাবদ অর্জিত আয়ের ওপর ১৫ শতাংশ হারে কর দিচ্ছে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ সংক্রান্ত এসআরও বা সংবিধিবদ্ধ নিয়ন্ত্রণ আদেশ জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) এনবিআর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

জাতীয় রাজস্ব বোর্ডের আদেশে বলা হয়েছে, ‘জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন, ২০২৩ (২০২৩ সালের ১২ নম্বর আইন) এর ধারা ৭৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিসমূহ কর্তৃক কেবল মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা ফি বাবদ অর্জিত আয়ের ওপর উদ্ভূত করের হার কমিয়ে ১৫ শতাংশ ধার্য করা হলো। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৬-২৭ করবর্ষ পর্যন্ত বলবৎ থাকবে।’

এনবিআর সূত্র জানায়, গত এক দশকে অ্যাসেট ম্যানেজমেন্ট সেক্টরে উচ্চ-দক্ষ কর্মশক্তির ফান্ড ম্যানেজারদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে ইতিবাচকভাবে অবদান রাখছে। এসব বিবেচনায় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো কেবল মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা ফি বাবদ অর্জিত আয়ের ওপর প্রদেয় করহার ২০২৫-২৬ করবর্ষ পর্যন্ত ১৫ শতাংশ নির্ধারণের করার সুপারিশ করা হয়। এবার এটা আরও বাড়ানো হয়েছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এনবিআর

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর