এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে পদ্মা ব্যাংক
১৪ মার্চ ২০২৪ ১৬:৩৩ | আপডেট: ১৪ মার্চ ২০২৪ ১৮:০৬
ঢাকা: বেসরকারি খাতের পদ্মা ব্যাংক একীভূত হতে যাচ্ছে এক্সিম ব্যাংকের সঙ্গে। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশে প্রথমবারের মতো কোনো ব্যাংক একীভূত হবে। ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ইতোমধ্যে এক্সিম ব্যাংকের পর্ষদ সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একীভূতকরণ প্রক্রিয়া শুরু করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের উপস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আগামী সপ্তাহের শুরুতে ব্যাংকগুলোর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানিয়েছেন, স্বেচ্ছায় একীভূতকরণের পদক্ষেপ নিতে ব্যাংকগুলো আগামী ডিসেম্বর পর্যন্ত সময় পাবে। এ সময়ের মধ্যে কোন ব্যাংক কোনটির সঙ্গে একীভূত হবে তা ব্যাংকগুলো নিজেরাই ঠিক করতে পারবে। তা না হলে মার্চে এ প্রক্রিয়া শুরু করবে কেন্দ্রীয় ব্যাংক।
এ প্রক্রিয়ায় আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হবেন না বলে আশ্বস্ত করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক।
সারাবাংলা/জিএস/আইই