মানিকগঞ্জে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত
১৪ মার্চ ২০২৪ ১৪:৩৪ | আপডেট: ১৪ মার্চ ২০২৪ ১৫:৩২
মানিকগঞ্জ: মানিকগঞ্জে পণ্যবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল কাউসার হোসেন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার জাগীর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কাউসার হোসেন সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকার আব্দুর রহমানের ছেলে। সে মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, বৃহস্পতিবার সকালে এসএসসি পরীক্ষার কৃষি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ছিল। পরীক্ষায় অংশগ্রহণের জন্য সে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে সদরে যাওয়ার পথে জাগীর এলাকায় ওভারটেক করার সময় ঢাকাগামী একটি পন্যবাহী ট্রাকচাপায় পৃষ্ট হয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, ঘাাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলাপার পালিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন।
সারাবাংলা/ইআ