Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানে তুষারপাত ও বৃষ্টিতে নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২৪ ১১:৫০ | আপডেট: ১৪ মার্চ ২০২৪ ১৩:৪৪

আফগানিস্তানে গত তিন সপ্তাহে প্রবল বৃষ্টি ও ভারী তুষারপাতে অন্তত ৬০ জন প্রাণ হারিয়েছেন। বুধবার (১৩ মার্চ) দেশটির দুর্যোগ মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েক এক ভিডিও বার্তায় বলছেন, গত ২০ ফেব্রুয়ারি থেকে অস্বাভাবিক বরফ ও বৃষ্টির কারণে ৬০ জন মারা গেছেন এবং এতে কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন।

তিনি জানান, প্রায় এক হাজার ৬৪৫টি বাড়িঘর হয় আংশিক এবং পুরোই ধ্বংস হয়ে গেছে। এছাড়া প্রায় ১ লাখ ৭৮ হাজার গবাদি পশু মারা গেছে।

মার্কিন সমর্থিত সরকারের পতন এবং তালেবানের ক্ষমতায় ফিরে আসার পর দরিদ্র এ দেশটিতে বিদেশী সাহায্য একেবারে কমে যাওয়ার ফলে দেশটির দুর্যোগ মোকাবিলার সক্ষমতাও হ্রাস পেয়েছে।

এদিকে গত অক্টোবরের ভয়াবহ ভূমিকম্পে লল্ডভন্ড দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে নতুন করে বিপর্যয় দেখা দিয়েছে। গত সোমবার (১১ মার্চ) সন্ধ্যা থেকে সেখানেও প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

সারাবাংলা/ইআ

আফগানিস্তান প্রবল বৃষ্টি ভারী তুষারপাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর