শান্তর ‘ওয়ান ম্যান শোতে’ মুগ্ধ মুশফিক
১৪ মার্চ ২০২৪ ০৯:০৫ | আপডেট: ১৪ মার্চ ২০২৪ ০৯:২৬
গত কয়েক মাসে তার নেতৃত্বেই বদলে গেছে তরুণ বাংলাদেশ। বিপিএলে ফর্মে না থাকলেও আন্তর্জাতিক সিরিজে আবারও ব্যাট হাতে বাংলাদেশের কান্ডারি অধিনায়ক নাজমুল হাসান শান্ত। শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরি করে খাদের কিনারা থেকে দলকে এনে দিয়েছেন দারুণ এক জয়। অন্য প্রান্তে তার সঙ্গী হয়ে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন মুশফিকুর রহিম। ম্যাচ শেষে মুশফিক বলছেন, শান্তর ‘ওয়ান ম্যান শোতে’ রীতিমত মুগ্ধ তিনি।
২৩ রানে নেই ৩ উইকেট। এমন অবস্থায় দারুণভাবে পরিস্থিতি সামলে দলকে জয়ের পথে রেখেছেন শান্ত। ১২৯ বলে ১৩ চার ও ২ ছক্কায় সাজানো ১২২ রানের ইনিংসটি অধিনায়ক হিসাবে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। শান্ত ভেঙেছেন ২০১৪ সালে ভারতের বিপক্ষে করা অধিনায়ক মুশফিকের ১১৭ রানের রেকর্ড। রেকর্ডময় এই ইনিংসের সুবাদেই সহজ জয় পেয়েছে বাংলাদেশ। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন মাহমুদউল্লাহ ও মুশফিক। মুশফিকও তার সাথে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেছেন।
মুশফিক বলছেন, অধিনায়ক হওয়ার পর শান্ত আরও দায়িত্ব নিয়ে খেলছে, ‘বিপিএল এক ফরম্যাট আর এটা আরেক ফরম্যাট। কিছু মানুষের উপর যখন দায়িত্ব বেশি থাকে তখন তারা সেরাটা খেলে। ও এরকম মানসিকতার ছেলে। ওর কাছে যত বেশি দায়িত্ব থাকে তত চ্যালেঞ্জ হিসাবে নেয়, ওইভাবে পারফর্মও করে। ও জাতীয় দলের হয়ে রান করবে এই ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। এটমস্ফিয়ারটাও গুরুত্বপূর্ণ, আউটকাম নিয়ে ভাবি না। প্রক্রিয়াটা ঠিক রাখা দরকার, ফল দু-একদিন পরেও আসতে পারে। প্রতি ম্যাচে ৭ ব্যাটারের সবাই তো একশ করবে না। ক্যাপ্টেন্সি ওর জন্য উপভোগ্য একটা জিনিস। ও চ্যালেঞ্জ নিতে আগ্রহী।’
শান্তর ব্যাটিং আগের চেয়ে অনেক ভালো হয়েছে বলেই দাবি মুশফিকের, ‘শান্ত এর চেয়েও সাবলীল, আরও দাপট নিয়ে খেলে। এখনো অনেক কিছু বাকি। পরিবর্তন যেটা হয়েছে, আগে ৫০-৬০ রান করত আর এখন বড় ইনিংস খেলছে, দলকে জেতাচ্ছে। আজ একশ করার পর যেভাবে মিড অনে অনায়াসে একটা সিংগেল বের করেছে এটাই প্রমাণ করে সে দলের জন্য কত চিন্তা করে। গুরুত্বপূর্ণ সময়ে বারবার বলছিল, আমরা যেন ২০-৩০ রান করে হলেও অবদান রাখি, কাউকে যেন সুযোগ না দেই। কারণ ক্রিকেটে যেকোনো কিছুই হতে পারে।’
বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি।
সারাবাংলা/এফএম