Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮/১০ জনের অবস্থা আশঙ্কাজনক’

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৪ ২১:৩২ | আপডেট: ১৪ মার্চ ২০২৪ ০০:০৯

ঢাকা: গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আট থেকে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, এদের প্রত্যেকের শরীরের ৯০ থেকে ১০০ শতাংশ পুড়ে গেছে।

বুধবার (১৩ মার্চ) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ রোগীদের দেখতে এসে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমাদের এখানে ৩০ জনের মতো ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শিশু আছে সাত জন। ভর্তি হওয়া রোগীদের সবাই আশঙ্কাজনক অবস্থায়। কারণ, এদের সবার শ্বাসনালী পুড়েছে। ভর্তি রোগীদের পাঁচ জন আইসিইউতে এবং চার জন এইচডিওতে চিকিৎসাধীন।’

এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম প্রমুখ।

আরও পড়ুন: গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ২৯ জন দগ্ধ

সারাবালা/এসএসআর/পিটিএম

গাজীপুর টপ নিউজ সিলিন্ডার বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর