Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ২৯ জন দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৪ ১৯:৫৭ | আপডেট: ১৩ মার্চ ২০২৪ ২১:৫৪

গাজীপুরের বিস্ফোরণে দগ্ধ ২৯ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে। ছবি: সারাবাংলা

ঢাকা: গাজীপুরের কালিয়াকৈরের টপস্টার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে দগ্ধ হয়েছেন অন্তত ২৯ জন। তাদের রাজধানীর ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যার পর দগ্ধদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, গাজীপুর থেকে দগ্ধ হয়ে নারী ও শিশুসহ ২৯ জনের মতো এসেছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে বিস্ফোরণে এত মানুষের দগ্ধ হওয়ার খবর পেয়ে বার্ন ইনস্টিটিউটে ছুটে গেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি দগ্ধদের খোঁজখবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন চিকিৎসকদের।

সারাবাংলার গাজীপুর প্রতিনিধি জানিয়েছেন, কোনাবাড়ীর শ্রমিক কলোনির শফিক খানের বাড়ির পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে একই পরিবারের রয়েছেন পাঁচজন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ইফতারের আগে নতুন গ্যাস সিলিন্ডারে সংযোগ দেওয়ার সময় আচমকা আগুন ধরে যায়। এ অবস্থায় সিলিন্ডারটি রাস্তায় ফেলে দেওয়া হয়। এতে রাস্তায় থাকা কয়েকজনও দগ্ধ হন। শ্রমিক কলোনি এলাকাটি অত্যন্ত জনবহুল। সে কারণে রাস্তায় বিস্ফোরিত গ্যাস সিলিন্ডার ফেলায় অনেকেই দগ্ধ হয়েছেন।

সারাবাংলা/এসএসআর/টিআর

গ্যাস সিলিন্ডার বিস্ফারণ টপ নিউজ সিলিন্ডার বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর