Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৪ ১৯:১৮ | আপডেট: ১৩ মার্চ ২০২৪ ২১:৫৫

বরিশাল: বরিশালের উজিরপুরে বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে পথচারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

বুধবার (১৩ মার্চ) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার বাসস্ট্যন্ডের উত্তর পাশে চৌকিদারবাড়ী এলাকায় এ ‍দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে; তিনি হলেন- উপজেলার সানুহার এলাকার বেলাল সরদারের ছেলে সুমন সরদার (১৫)।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন, সকাল ৬টায় চাকলাদার পরিবহনের একটি বাস যশোর থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে বরিশাল-ঢাকা মহাসড়কের সানুহার এলাকায় রাস্তা পার হতে যাওয়া পথচারী সুমনকে চাপা দেয়। পরে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের ওপর আছড়ে পড়ে। এরপর গাছটি ভেঙে বাস পুকুরে পড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে আরও একজনের মৃত্যু হয়। আহত বাস যাত্রীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, চাকলাদার পরিবহনের বেপরোয়া বাসের কারণে দুর্ঘটনা ঘটেছে। গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও ডুবরি দল প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে পুকুরে পড়া বাসের মধ্যে থাকা ব্যক্তির মরদেহ উদ্ধার করেন।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর