Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে আইন বিভাগের ৩ শিক্ষার্থীকে মারধর

স্টাফ করেসপন্ডেন্ট 
১৩ মার্চ ২০২৪ ১৭:০৭ | আপডেট: ১৩ মার্চ ২০২৪ ১৮:০০

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু টাওয়ারের সামনে আইন বিভাগের তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মার্চ) বেলা দেড়টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, আইন বিভাগের তৃতীয় বর্ষের জহুরুল হক হলের রেজওয়ান আহমেদ রিফাত (২৪), জসিম উদ্দিন হলের শাহিনুর ইসলাম রাসেল (২৫) ও বঙ্গবন্ধু হলের সাকিব আজাদ তুর্য (২৫)।

তাদের হাসপাতালে নিয়ে আসা স্বপন মিয়া নামে এক রিকশাচালক জানান, বঙ্গবন্ধু টাওয়ারের সামনে ৫-৬টি মোটরসাইকেলে আসা বেশ কয়েকজন মিলে তাদের মারধর করে। মারধরের পর হামলাকারীরা চলে গেলে তিনি তাদেরকে রিকশায় করে হাসপাতালে নিয়ে আসেন।

আহত রেজওয়ান আহমেদ রিফাত জানান, তারা বঙ্গবন্ধু টাওয়ারের নিচতলার যোহরের নামাজ আদায় করেন। এরপর সেখানে ধর্মীয় আলোচনা এবং তাদের বিভাগের পক্ষ থেকে ইফতার মাহফিলের বিষয়ে আলোচনা করছিলেন। তখন কয়েকজন এসে তাদের সেখান থেকে বের হয়ে যেতে বলে। তারা বের হয়ে রাস্তার ওপর এলে হঠাৎ কয়েকজন মোটরসাইকেল নিয়ে এসে এলোপাতারি মারধর করে। এতে তারা ৪ জন গুরুতর আহত হন। সাফওয়ান নামে একজনকে তারা খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ করেন।

মারধরকারীদের তারা চেনেন না বলেও জানিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত তিনজনের অবস্থাই গুরুতর। শাহিনুরকে জরুরি বিভাগের নিউরোসার্জারি ও সাকিবকে নাক, কান, গলা বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/এমও

৩ শিক্ষার্থী আইন বিভাগ টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

নায়ক রাজের জন্মদিন আজ
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:২১

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর