Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইকেলে ভারতের ১০ রাজ্য ঘুরলেন বাংলাদেশের বীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৪ ১৪:৩৫

রাঙ্গামাটি: কথায় আছে ‘ইচ্ছা থাকিলে উপায় হয়।’ সেই অদম্য ইচ্ছা শক্তিকে বাস্তবে রূপ দিয়েছেন রাঙ্গামাটির যুবক বীর কুমার তঞ্চঙ্গ্যা। ৪০ দিনে দেশের ৬৪ জেলায় সাইকেল চালিয়ে ঘুরে বেড়ানোর পর এবার ভারতের ১০ রাজ্য ঘুরে এলেন তিনি। দেশটির ২৯ রাজ্যই সাইকেলে ঘুরার ইচ্ছে তার। তবে এই দীর্ঘযাত্রা মসৃণ ছিল না, খেয়েছেন ঘুমিয়েছেন রাস্তায় তাবু করে। কখনো কখনো ভারতের বাসিন্দারা ভালোবেসে তাকে দিয়েছেন আশ্রয় ও সংবর্ধণা। বিদেশের মাটিতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন রাঙ্গামাটির প্রত্যন্ত গ্রামের ছেলে বীর। পরিচয় করিয়েছেন তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর সংস্কৃতি-ঐতিহ্য, তুলে ধরেছেন বাংলাদেশকে।

বিজ্ঞাপন

বীর কুমার তঞ্চঙ্গ্যা জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুক্যাছড়ি গ্রামের বাসিন্দা সুশীল তঞ্চঙ্গ্যার ছেলে। বীর কুমার পেশায় একজন কম্পিউটার প্রকৌশলী। সুশীল তঞ্চঙ্গ্যা-কুশিক্কো তঞ্চঙ্গ্যা দম্পতির ছয় সন্তানের মধ্যে সবার ছোট বীর কুমার। পাঁচ ভাই এক বোনের মধ্যে কনিষ্ঠ বীর কুমার স্থানীয় আগুনিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পঞ্চম শ্রেণি পাস করেছেন। এরপর ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় থেকে ২০১২ সালে এসএসসি এবং পরবর্তীতে চট্টগ্রামের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা পাস করেন। এরপর ঢাকার ইন্টারন্যাশনাল ইউভার্সিটি থেকে ইউনিভাসির্টিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি সম্পন্ন করেছেন ২০২১ সালে। প্রথম ধাপ ২০২৩ সালের ৮ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত ৪০ দিন সাইকেল চালিয়ে দেশের ৬৪ জেলা ভ্রমণ করে তিনি।

বিজ্ঞাপন

গত বছরের ১৬ ডিসেম্বর ৯০ দিনের ভ্রমণের জন্য ভারতে উদ্দেশে যাত্রা করেন সাইক্লিস্ট বীর কুমার তঞ্চঙ্গ্যা। ১৬ ডিসেম্বর থেকে সড়ক পথে বাসযোগে ভারতের কলকাতায় পৌঁছান। এরপর ১৯ ডিসেম্বর থেকে সাইকেল করে ভারতের ১০ রাজ্যের ভ্রমণ শুরু করেন। ১৯ ডিসেম্বর শুরু করা ৭৩ দিনের এই সাইকেল ভ্রমণ শেষ হয় গত ২৮ ফেব্রুয়ারি। এ সময় ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, কেরেলা ও গোয়াতে ৫ হাজার ৭০০ কিলোমিটার সাইকেল চালিয়ে ভ্রমণ করেছেন তিনি। ভ্রমণ শেষে চলতি মাসের ৭ মার্চ বীর কুমার তঞ্চঙ্গ্যা ঢাকায় পৌঁছান এবং ৫ দিন পর মঙ্গলবার (১২ মার্চ) ভোরে কাপ্তাইয়ের নিজ বাড়িতে এসেছেন তিনি।

বীর কুমার তঞ্চঙ্গ্যা বলেন, ‘তিন মাসের ভিসা নিয়ে ভারতে গিয়েছি। সেজন্য তিন মাসের বেশি সময় সেখানে অবস্থানের সুযোগ নেই। তবে যাওয়া-আসার সময় ব্যতিত বাকি ৭৩ দিনে ভারতের ১০ রাজ্যে সাইকেল চালিয়ে ৫ হাজার ৭০০ কিলোমিটার পথ ভ্রমণ করেছি। এ যাত্রায় আমাকে অনেকেই সহযোগিতা করেছেন। ভারতের স্থানীয় এমপি, বিভিন্ন সাইক্লিস্ট গ্রুপ, সামাজিক সংগঠনগুলো, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে সংবর্ধনা দিয়েছেন। আমার এই উদ্যোগের কারণ জানতে চেয়েছেন, বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছেন। আমাদের প্রশংসা করেছেন।’

পুরো ভ্রমণে ভারতের ১০টি রাজ্যের মানুষকে জলবায়ু পরিবর্তনে সচেতন হওয়া, মাদকবিরোধী কর্মকাণ্ডে সক্রিয়তা ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহের পাশাপাশি সমাজিক কাজে এগিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করেছেন বলে জানিয়েছেন বীর কুমার।

তিনি আরও বলেন, ‘ভারতের ২৯টি রাজ্যের মধ্যে মাত্র ১০টি রাজ্য ঘুরেছি সাইকেল চালিয়ে। আরও ১৯টি রাজ্যে এখনো ঘুরে বেড়ানো বাকি রয়েছে। ভিসার মেয়াদ শেষ হওয়া ও অর্থনৈতিক সংকটের কারণে আপাতত ফেরত এসেছি। তবে আমার মিশন এখনো সমাপ্ত হয়নি। এই যাত্রায় সহযোগী হয়ে ভূমিকা রেখেছেন পানাম সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক ও বর্তমান সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ বিভিন্নজন।তাদের সবার কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ জানান, ‘বীর কুমারের সাহস ও প্রজ্ঞা রাঙ্গামাটি তথা সারাদেশের জন্যই গর্বের বিষয়। বাংলাদেশকে তিনি বিদেশের মাটিতে তুলে ধরছেন। আমরা তার এই অভিযাত্রায় পাশে দাঁড়িয়েছি এবং আগামীতে তার পাশে থাকব।’

সারাবাংলা/পিডিএনআর/এনএস

বীর কুমার তঞ্চঙ্গ্যা রাঙ্গামাটি সাইকেল চালিয়ে ভারত ভ্রমণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর