Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চালু হলেও বুড়িমারী পর্যন্ত ট্রেন যেতে লাগবে আরও ৩ মাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৪ ০৯:৫৬ | আপডেট: ১৩ মার্চ ২০২৪ ১২:৩৬

লালমনিরহাট: ১৩ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির অনুযায়ী ‘বুড়িমারী এক্সপ্রেস’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। তবে আপাতত ট্রেনটি বুড়িমারী পর্যন্ত না গিয়ে থামবে লালমনিরহাটে। আর বুড়িমারী, পাটগ্রাম, বড়খাতা, হাতীবান্ধা, তুষভাণ্ডার স্টেশনের যাত্রীরা কানেক্টিং ট্রেনের মাধ্যমে লালমনিরহাটে এসে বুড়িমারী এক্সপ্রেসে উঠতে পারবেন। তবে আগামী তিন মাসের মধ্যে স্টেশনে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলে সরাসরি ঢাকা থেকে বুড়িমারী পর্যন্ত ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ মার্চ) আর্ন্তজাতিক বুড়িমারী স্থলবন্দর-ঢাকা রুটে বুড়িমারী এক্সপ্রেসের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বাংলাদেশ রেলওয়ের সর্বোচ্চ দূরত্বের রেলপথ হিসেবে প্রতিদিন ৫৩০ কিলোমিটার চলবে বুড়িমারী এক্সপ্রেস। সন্ধ্যা ৬টায় কানেক্টিং ট্রেন বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে লালমনিরহাটের দিকে ছেড়ে যাবে এবং লালমনিরহাট থেকে রাত ৯টা ১০ মিনিটে ট্রেনটি রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। প্রতিদিন রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল ৮টা ১০ মিনিটে ট্রেনটি বুড়িমারীর উদ্দেশে ছাড়বে। বুড়িমারী থেকে সোমবার ও ঢাকা থেকে মঙ্গলবার সাপ্তাহিক ছুটি থাকবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ১১টায় জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী রেলওয়ে স্টেশন চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে লালমনিরহাট রেলওয়ে। পশ্চিমাঞ্চল রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী ও লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. মোতাহার হোসেন।

২০১১ সালের ১৯ অক্টোবর থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ১৩ বছর অপেক্ষার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি আলোর মুখ দেখে মঙ্গলবার। কিন্তু এতেও কিছুটা ছন্দপতন ঘটেছে। উদ্বোধনী অনুষ্ঠানস্থলে উপস্থিত মানুষের মাঝে যেমন বাঁধভাঙা আনন্দের উচ্ছাস দেখা যায়। ঠিক তেমনি উপস্থিত লোকজনের পাশাপাশি আমন্ত্রিত অতিথিসহ বক্তাদের মাঝেও অপ্রাপ্তির বেদনার রেখাপাত ফুটে উঠে চোখেমুখে। সাধারণ বক্তা থেকে প্রধান অতিথির মুখেও বুড়িমারী-ঢাকা সরাসরি বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি আগামী ৯০ দিনের মধ্যেই পরিচালনার দাবি করা হয়।

মোতাহার হোসেন বলেন, ‘বুড়িমারীতে ওয়াশপিট, সিগলাইন, যাত্রী উঠা-নামা করার প্লাটফর্ম সম্প্রসারণ, পানি সরবরাহ লাইন স্থাপন ও টিকিট বিক্রির ব্যবস্থা দ্রুত করার অনুরোধ করেন।’

জেলার আদিতমারী ও তিস্তা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতি করার দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘রেলপথকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হলে অবশ্যই গুডস ট্রেন চালু করতে হবে। এ ব্যাপারে রেলওয়ে কর্মকর্তাদের পরিকল্পনা করতে হবে। শিগগিরই তিস্তা রেলওয়ে সেতু ডুয়েল গেজে নির্মাণের উদ্যোগ নিতে হবে।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি একটি জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ৯ মাসে দেশ স্বাধীন করতে পারে। তাহলে আমরা রেলপথকে কেন লাভজনক করতে পারবো না? এজন্য তরুণ প্রজন্মকে কাজিয়ে লাগিয়ে বিএনপি-জামায়াতের হাত থেকে দেশকে রক্ষা করে স্মার্ট বাংলাদেশ গড়তে রেলপথকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।’

পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহীর জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার বলেন, ‘আগামী ১০ কার্যদিবসের মধ্যে বুড়িমারী, পাটগ্রাম, বড়খাতা, হাতীবান্ধা, তুষভাণ্ডার স্টেশনে যাত্রীরা টিকেট ক্রয় করতে পারবেন এবং কানেক্টিং ট্রেনের মাধ্যমে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে লালমনিরহাটে উঠতে চড়তে পারবেন। ওয়াশপিট, পানির সরবরাহ ব্যবস্থা, যাত্রী উঠা-নামার জন্য ৯০০ ফিট প্লাটফর্ম তৈরি হলেই ট্রেনটি সরাসরি বুড়িমারী থেকে ঢাকা চলাচল করবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এগুলো কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ করে ট্রেনটি সরাসরি পরিচালনা করা হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমান, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়সহ আরও অনেকে।

সারাবাংলা/এনএস

টপ নিউজ বুড়িমারী এক্সপ্রেস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর