Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৪ ১৭:৫০ | আপডেট: ১২ মার্চ ২০২৪ ১৯:০২

ঢাকা: রমজানে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে দেশের সব সিএনজি স্টেশন আগামী ৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ৭ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে।

সোমবার (১২ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আসন্ন রমজান মাসে বিদ্যুৎ চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্প-চাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে প্রথম রমজান থেকে ৬ এপ্রিল পর্যন্ত বর্তমানে সিএনজি স্টেশনসমূহ বন্ধের সময়কাল সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পরিবর্তন করে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত অর্থাৎ মোট পাঁচ ঘণ্টা পর্যন্ত বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ৭ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশনসমূহ সার্বক্ষণিক খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এছাড়া ১৯ এপ্রিল থেকে আগের মতো সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশনসমূহ বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সারাবাংলা/জেআর/এনইউ

জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় টপ নিউজ বন্‌ধ বিদ্যুৎ রমজান সিএনজি স্টেশন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর