Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রামীণফোন ও রবি আজিয়াটা পেল একীভূত লাইসেন্স

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৪ ১৭:৩৯

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন ও রবি আজিয়াটাকে একীভূত লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (১২ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠান দু’টি একীভূত লাইসেন্স পাওয়ার ফলে একই লাইসেন্সের আওতায় ফাইভ-জিসহ সবধরনের ওয়্যারলেস মোবাইল সেবা দিতে পারবে গ্রামীণফোন ও রবি আজিয়াটা। এ ছাড়া, এই দুই মোবাইল অপারেটর কোম্পানিকে চলতি বছরের ১১ মার্চ থেকে পরবর্তী ১৫ বছরের জন্য এ লাইসেন্স দেওয়া হয়েছে।

এর মধ্য দিয়ে গ্রামীণফোন ও রবি আজিয়াটা আগের টু-জি, থ্রি-জি, ফোর-জি প্রযুক্তি এবং তরঙ্গ ফি’র জন্য আলাদা লাইসেন্স এবং নির্দেশিকার পরিবর্তে সব বিষয়কে এক লাইসেন্সের আওতায় আনা হয়েছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

গ্রামীণফোন রবি লাইসেন্স

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর