‘নিম্নমান’ ও ‘জাইদি’ খেজুরের দাম বেঁধে দিলো সরকার
১২ মার্চ ২০২৪ ১৬:০৩ | আপডেট: ১২ মার্চ ২০২৪ ১৬:০৯
ঢাকা: খেজুরের খুচরা মূল্য বেঁধে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। অতি সাধারণ বা নিম্নমানের খেজুরের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১৫০ থেকে ১৬৫ টাকা। অন্যদিকে বহুল ব্যবহৃত জাইদি খেজুরের দাম ঠিক করা হয়েছে ১৭০ থেকে ১৮০ টাকা।
নির্ধারিত মূল্যে খেজুর বিক্রি করতে মঙ্গলবার (১২ মার্চ) এফবিসিসিআই প্রেসিডেন্ট ও বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘সাধারণ মানুষ যে খেজুর খায়, সেটির দাম বেঁধে দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ধর্মীয় অনুভূতি নিয়ে আমাদের কথা বলার দরকার নেই। এটি যার যার ব্যাপার। যে যেটি দিয়ে ইচ্ছা ইফতার করবেন।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের চেষ্টায়, বস্তার খেজুরটার শুল্ক কমানো হয়েছে। তবে উঁচুজাতের দামি খেজুরের শুল্ক কমাইনি। সাধারণ মানুষ যেটি খায়, সেটির দামই কমানো হয়েছে।’
কিছুদিন ধরেই আমদানি করা খেজুরের দাম বাড়ছে। দামের লাগাম টেনে ধরতে আমদানি শুল্ক ১০ শতাংশ কমালেও তার প্রভাব বাজারে দেখা যায়নি। অবশেষে ‘যৌক্তিক’ দাম নির্ধারণ করতে হলো।
সারাবাংলা/জেআর/একে