আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল প্রত্যাখান বিএনপির
১২ মার্চ ২০২৪ ১৫:৫৭ | আপডেট: ১২ মার্চ ২০২৪ ১৭:২৫
ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে অবিলম্বে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই দাবি জানান।
তিনি বলেন, ‘আমরা সব সময় বলে আসছি যে, ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে দেশের কোথাও কোনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের ভোটারাধিকারে বিশ্বাসী নয়। বিগত তিনটি সংসদ নির্বাচন ও বিভিন্ন স্তরের স্থানীয় নির্বাচনে তা বারবার প্রমাণ হয়েছে। সর্বশেষ প্রমাণ হল সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনেও। এটা নির্বাচন নয়, সরকার ও সরকারি দলের সংঘাত, মারামারি, জালিয়াতির তামাশা হয়েছে।’
রিজভী বলেন, ‘বর্তমানে সেখানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতির প্রেক্ষাপটে বিএনপির পক্ষ থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল প্রত্যাখান করছি এবং অবিলম্বে নির্বাচনের নতুন তারিখ ঘোষণার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল এবং ব্যারিষ্টার ওসমান চৌধুরীসহ বিএনপি সমর্থিত আইনজীবীদের মুক্তির দাবি জানাচ্ছি।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার হাতের মুঠোয় রয়েছে ধ্বংসের শক্তি। লন্ডভন্ড নির্বাচনি ব্যবস্থা ও পেশীশক্তির উন্মত্ততার হিংস্রতার প্রতিফলন দেশের জনগণ অবলোকন করলো সুপ্রিম কোর্ট অঙ্গনেও। রাষ্ট্রক্ষমতা দখলে রাখতে আওয়ামী লীগ যে সকল কুটকৌশল অবলম্বন করছে তার সব কিছুই তারা সদ্য সমাপ্ত সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে প্রয়োগ করেছে।’
রিজভী বলেন, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে নজিরবিহীন ভোট জালিয়াতি, কারচুপি, আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে যুবলীগের কামড়া-কামড়ি, হাঙ্গামা, সংঘর্ষ, অস্ত্রের মুখে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী স্বতন্ত্র প্রার্থী নাহিদ সুলতানা যুথিকে সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা, পরে আবার শেখ হাসিনা ও মেয়র তাপসের প্রার্থীকে সম্পাদক পদে বিজয়ী ঘোষণার মাধ্যমে দেশের সর্বোচ্চ আইনাঙ্গনের আইনজীবীদের মর্যাদা ধুলোয় লুটিয়ে দিয়েছে।’
তিনি বলেন, ‘এই ভোট জালিয়াতির ঘটনা থেকে মানুষের দৃষ্টি সরাতে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে। জালিয়াতি করে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে হারিয়ে শেখ হাসিনা ও যুবলীগের চেয়ারম্যান পরশের আপন ভাই মেয়র তাপসের প্রার্থী শাহ মঞ্জুরুল হককে বিজয়ী ঘোষণা করা হয়েছে।’
রিজভী বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্বাচনে যার সেক্রেটারি হওয়ার কথা তাকে পুরা হয়েছে জেলে! আর যার নিশ্চিত পরাজিত হওয়ার কথা তাকে বসানো হয়েছে সম্পাদকের চেয়ারে। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে যে মামলায় আটক করা হয়েছে সেই মামলায় এক নম্বর আসামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী নাহিদ সুলতানা যুথিকে গ্রেফতার তো দুরের কথা তার নাম নিতেও ভয় পাচ্ছে পুলিশ।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট আবদুল জাব্বারসহ অনান্যরা।
সারাবাংলা/এজেড/ইআ