রাস্তার ওপরই ৪ বৈদ্যুতিক খুঁটিতে চরম ভোগান্তি
১২ মার্চ ২০২৪ ০৮:৩৭ | আপডেট: ১২ মার্চ ২০২৪ ০৮:৪৩
কক্সবাজার: জেলা শহরের পাতাড়তলীতে রাস্তার ওপরই একে একে চারটি বৈদ্যুতিক খুঁটি। এতে যান চলাচলসহ ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। আর প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অনেকে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন। দীর্ঘদিন ধরে মানুষ ভোগান্তিতে থাকলে এ বিষয়ে কিছুই জানেন না এলাকার জনপ্রতিনিধিরা।
শহরের পাহাড়তলীর ইসলামপুরের (৭ নম্বর ওয়ার্ড) নুর নগর এলাকার ব্যস্ততম সড়কের ওপরই রয়েছে এসব বৈদ্যুতিক খুঁটি।
স্থানীয়দের তথ্যমতে, দুই বছর আগে সড়ক সম্প্রসারণ হয় রাস্তা। ফলে আগে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিগুলো এখন রাস্তার প্রায় মাঝে চলে আসেছে। এভাবে দুই বছর অতিবাহিত হয়ে গেলেও সড়কের মাঝে থাকা খুঁটিগুলো সরানো হয়নি। এ কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা হয়। মোটেরসাইকেল ও অটোরিকশা (টমটম)সহ পথচারীদের এসব খুঁটিতে ধাক্কা লাগে। অনেকে গুরুতর আহতও হয়েছেন। বিশেষ করে রাতের বেলাই দুর্ঘটনা বেশি হয়।
স্থানীয় যুবক সাইফুল ইসলাম বলেন, এলাকার সড়কের উন্নয়ন হওয়াতে আমরা খুবই খুশি। তবে যুক্ত হয়েছে নতুন ভোগান্তি। গত দুই দিন আগেও মোটরসাইকেল আরোহী তিনজন বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে মারাত্মক আহত হন। তাদের মধ্যে একজনের হাত ভেঙে যায় এবং গাড়ি নালায় পড়ে ক্ষতিগ্রস্ত হয়। শুধু মোটরসাইকেল বলে কথা নয়, প্রতিনিয়ত অটোরিকশা (টমটম) অন্যান্য গাড়ি দুর্ঘটনার শিকার হয়।
শাহজাহান নামে আরেক ব্যক্তি বলেন, সড়ক সম্প্রসারণে বিভিন্ন জায়গায় এই খুঁটির ঝামেলা হয়েছে। তবে বেশিরভাগই খুঁটি সরিয়ে রাস্তার পাশে স্থাপন করা হলেও এখানে তা হয়নি। খুঁটিগুলোতে ধাক্কা লেগে কত পথচারী আহত হয়েছেন তার হিসেব নেই। অনেকের মাথা, নাক-মুখ ফেটে আহত হয়েছেন।
ক্ষোভ প্রকাশ করে রফিকুল ইসলাম বলেন, জনগণের এই দুর্ভোগের জন্য জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষই দায়ী। তাদের নাকের ডগায় এমন দুরবস্থা। আর তারা যেন কিছুই দেখেও দেখে না। কিন্তু তাদের প্রয়োজনের সময় ঠিকই জনগণের খোঁজে নেয়। যখন প্রয়োজন শেষ তখনই চলে অবহেলা।
এ বিষয়ে এলাকার কাউন্সিলর ওমর সিদ্দিক লালু বলেন, এই সমস্যার কথা প্রথম শুনলাম। খবর নিয়ে দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব। যত তাড়াতাড়ি সম্ভব ভোগান্তির এসব বৈদ্যুতিক খুঁটি অপসারণের ব্যবস্থা করব।
কক্সবাজার বিদ্যুৎ ইন্নয়ন বোর্ডের (বিতরণ বিভাগ) নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের গণি জানান, সড়ক সম্প্রসারণের ফলে আগে স্থাপিত কিছু খুঁটি সড়কের উপর রয়ে গেছে। তবে দ্রুত সময়ের মধ্যে নিরাপদ জায়গায় পুনরায় স্থাপন করা হবে। এ কাজের সঙ্গে পৌরসভাও যুক্ত রয়েছে।
সারাবাংলা/ওএফএইচ/এনএস