Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যা মামলায় স্ত্রীসহ দুজনের ফাঁসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৪ ১৬:১৬ | আপডেট: ১২ মার্চ ২০২৪ ০১:৩০

জয়পুরহাট: জয়পুরহাটে বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়িয়ে স্বামীকে হত্যার ঘটনায় স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। হত্যাকাণ্ডে জড়িত ওই নারীর কথিত প্রেমিককেও আদালত একই সাজা দিয়েছেন।

সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টায় জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি দুজনকেই ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন বিচারক।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর দূর্গাপুর গ্রামের মোখলেছার রহমানের মেয়ে জোৎস্না বেগম ও দাশরা খানপাড়ার বুলু মিয়ার ছেলে শাহিন মিয়া বাবু।

মামলার এজাহার থেকে জানা যায়, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জামিরুল ইসলামের সঙ্গে বিয়ে হয় জোৎস্না বেগমের। ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর দূর্গাপুরে শ্বশুরবাড়িতে ঘর জামাই থাকতেন মোয়াজ্জেম। এদিকে তার স্ত্রী একই এলাকার শাহিন মিয়া বাবুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়।

এজাহারে বলা হয়েছে, এই দ্বন্দ্বের জের ধরেই ২০১৫ সালের ৯ নভেম্বর বিকেলে জোৎস্না বেগম ও শাহিন মিয়া দুজনে মিলে মোয়াজ্জেমকে শ্বাসরোধ করে হত্যা করেন।

এ ঘটনায় নিহত মোয়াজ্জেমের চাচা ছানাউল ইসলাম বাদী হয়ে ক্ষেতলাল থানায় হত্যা মামলা করেন। ঘটনার প্রায় সাড়ে আট বছর পর রায়ে দুজনের ফাঁসির আদেশ দিলেন বিচারক।

সারাবাংলা/টিআর

জয়পুরহাট স্ত্রীর ফাঁসি স্বামীকে হত্যা হত্যা মামলা হত্যা মামলার রায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর