Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারাকান্দায় প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৪ ০৮:২৩ | আপডেট: ১২ মার্চ ২০২৪ ০০:২৮

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় প্রাইভেটকার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন মোটরসাইকেলের চালক, আরেকজন মোটরসাইকেলের আরোহী।

রোববার (১০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে তারাকান্দা-ধোবাউড়া সড়কের ডেওয়াতলা নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন— তারাকান্দার পঙ্গুয়াই গ্রামের মোটরসাইকেলচালক সিরাজুল ইসলাম (৪০) ও মোটরসাইকেলের আরোহী ধোবাউড়া উপজেলার মোশাররফ (২১)।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী জানান, পঙ্গুয়াই এলাকার সিরাজুল ইসলাম ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। রাতে দুজন যাত্রী নিয়ে ধোবাউড়ার দিকে যাচ্ছিলেন তিনি। পথে তারাকান্দা-ধোবাউড়া সড়কের ডেওয়াতলা নয়াপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী প্রাইভেটকারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনাস্থলেই সিরাজুল ও মোটরসাইকেল আরোহী মোশাররফের মৃত্যু হয়। আহত হন মোটরসাইকেলের আরেক আরোহী। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে এবং আহত যাত্রীকে হাসপাতালে পাঠায়।

সারাবাংলা/টিআর

মোটরসাইকেল দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর